Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

শিলিগুড়ি কান্ডে বিজেপির মোমবাতি মিছিল

 শিলিগুড়ি কান্ডে ক্যানিংয়ে  বিজেপির মোমবাতি মিছিল



নিজস্ব প্রতিনিধি  ,ক্যানিং - সোমবার শিলিগুড়িতে বিজেপির  উত্তরকন্যা অভিযানে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন বিজেপি কর্মী উলেন রায়। তাঁর মৃত্যুর প্রতিবাদে এবং নিহত পরিবারের ন্যায় বিচারের দাবিতে ক্যানিং পশ্চিম ১নম্বর মন্ডল বিজেপির উদ্যোগে প্রায় ৩০০বিজেপি বিজেপি সমর্থকরা মঙ্গলবার সন্ধ্যায় ক্যানিং হাসপাতাল মোড় থেকে ক্যানিং বাজার পর্যন্ত মোমবাতি নিয়ে ও বুকে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে।মিছিলে পা মেলান

ক্যানিং পশ্চিম বিধানসভার কনভেনর দিলীপ বৈদ্য,রমেন মন্ডল,মন্ডল সভাপতি তাপস চ্যাটার্জী, সাধারণ সম্পাদক পবিত্র পাত্র ও শুভদীপ দাস সহ মণ্ডলের অন্যান্য নেতৃত্ব বৃন্দরা।এদিন সন্ধ্যায় মোমবাতি মিছিল শেষে বিজেপি জেলা সম্পাদক সঞ্জয় নায়েক বলেন “সাধারণ মানুষ শাসক দলের অত্যচারে জর্জরিত। প্রতিদিনই খুন ধর্ষেণের ঘটনা চলছে। রাজ্যে একটা অরাজকতার পরিস্থিতি তৈরী সয়েছে। সাধারণ মানুষ আগামী বিধানসভা ভোটে এর যোগ্য জবাব দেবে”।

Post a Comment

0 Comments