ঢোলাহাটে পাথরবেড়িয়ায় লরি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত এক
সৌমিত্র পুরকাইত
দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত পাথরবেড়িয়া মোড়ের কাছে লরি এবং মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে,ঢোলাহাট থেকে লক্ষীকান্তপুরের দিকে যাচ্ছিল লরিটি।অভিযোগ লরিটির মাত্রাতিরিক্ত গতিবেগের কারণে সামনে বাম্পারকে উপেক্ষা করতে গিয়ে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে। ঘটনায় গুরুতর আহত হয় মোটরসাইকেল আরোহী।তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ঘাতক গাড়িটির চালককে আটকে ঢোলাহাট থানার পুলিশকে খবর দেয় স্থানীয়রা।পুলিশ এসে ঘটনাস্থলেই পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে বিষয়টির মিমাংসা করে এবং ছেড়ে দেওয়া হয় লরির চালককে।তবে বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ঘটনায় সড়ক দূর্ঘটনার খবর নতুন নয়।প্রাণের বলিদান দিতে হয়েছে অনেকের।আমরা যদি সচেতন না হই, যতই খবর হোক বা পুলিশ এসে মিমাংসা করুক অথবা থানায় তুলে নিয়ে যাক সমস্যার সমাধান হবে না।
0 Comments
Welcome