Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন সুন্দরবনের শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক

 রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন সুন্দরবনের শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক



নিজস্ব প্রতিনিধি ,ক্যানিং - রাজ্যের মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকরের সাথে সাক্ষাৎ করলেন সুন্দরবনের বাসন্তী ব্লকের বিশিষ্ট সমাজসেবী তথা শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অমল নায়েক।মঙ্গলবার দুপুরে রাজভবন গিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করেন সুন্দরবনের প্রবীণ এই শিক্ষক।অমল বাবু সুন্দরবনের উন্নয়ণ নিয়ে রাজ্যপালের সাথে আলোচনা করেন। পাশাপাশি তাঁর লেখা “অজানা সুন্দরবন” বই টি রাজ্যপাল কে উপহার দেন।অমল বাবু জানিয়েছেন“সুন্দরবনের উন্নয়ণ নিয়ে তিনি সুন্দরবন বাসীর পাশে থাকবেন।

Post a Comment

0 Comments