ম্যানগ্রোভ ধ্বংস করে অবৈধ মাছের ভেড়ি করতে গিয়ে গ্রেফতার ১ জন
ক্যানিং|রবিবার বিকালে ক্যানিং মাতলা নদীর চড়ে অবৈধ ভাবে ম্যানগ্রোভ ধ্বংস করে অবৈধ মাছের ভেড়ি করার সময় পুলিশ অভিযান চালিয়ে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে।ধৃতের নাম পিন্টু দে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মাতলা ব্রীজ এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে বেশ কিছু অসাধু লোকজন গোপনে রাতের অন্ধকারে মাতলা নদীর চরে ম্যানগ্রোভ ধ্বংস করে মাতলা নদীর চর চুরি করে বসছে অবৈধ ঘরবাড়ি এবং অবৈধ মাছের ভেড়ি।আর এই খবর পুলিশ গোপনে পেয়ে এদিন মাতলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলে এক দুষ্কৃতীকে এবং আটক করে একটি জেসিবি।এদিন জয়দেব পল্লী এলাকার বাসিন্দা পিন্টু দে জেসিবি নিয়ে মাতলা নদীর চরে ম্যানগ্রোভ ধ্বংস করে অবৈধ মাছের ভেড়ি তৈরি করছিল।আর এই খবর পেয়ে পুলিশ,মাতলা রেঞ্জ,ক্যানিং-১ ভূমি ও ভূমি সংস্কার দফতরের অফিসাররা অভিযান চালায় গ্রেফতার করে পিন্টু দে কে এবং আটক করে জেসিবি।ধৃতকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে।পুলিশের প্রাথমিক তদন্তে বেশ কিছু অসাধু লোকজনের নাম উঠে এসেছে এই সমস্ত অবৈধ কাজকর্মে যুক্ত থাকার।তবে এই ঘটনায় আর কারা কারা যুক্ত আছে সে বিষয়ে পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ।পাশাপাশি এই ঘটনায় একটি মামলা রুজু করেছে পুলিশ।বারুইপুর পুলিশ জেলা জানান মাতলা নদীর চরে জেসিবি দিয়ে ম্যানগ্রোভ ধ্বংস করে অবৈধ ভাবে মাছের ভেড়ি তৈরি করার ঘটনায় এক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে এবং একটি জেসিবি আটক করা হয়েছে।এই অবৈধ কাজে আর কারা কারা যুক্ত আছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।
0 Comments
Welcome