বিধানসভা নির্বাচনের আগেই মানুষের আতঙ্ক কাটাতে প্রত্যন্ত গ্রামে পুলিশ সুপার
ক্যানিং|শনিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের গোসাবা বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত গ্রাম গুলিতে পৌঁছে বারুইপুর পুলিশ জেলার এস পি কামানাশীষ সেন,এসডিপিও গোবিন্দ শিকদার সহ বিশাল পুলিশ বাহিনী।ফলে বিধানসভা নির্বাচন ঘোষিত না হলেও প্রায় দোর গোড়ায়। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রচার পর্ব প্রায় শুরু করে দিয়েছেন।এমতো অবস্থায় নির্বাচনের আগে কিংবা পরে সাধারণ মানুষজন যাতে আতঙ্কের মধ্যে না থাকে এবং নিশ্চিন্তে যাতে নিজের ভোট নিজেই প্রদান করতে পারেন তার জন্য সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম গুলিতে শুরু হল পুলিশি টহলদারী এবং সাধারণ মানুষের ভয় ভীতি আতঙ্ক দূর করার কর্মসূচি।এদিন সুন্দরবন উপকূল থানা প্রত্যন্ত আমতলি, শম্ভুনগর,কুমীরমারী সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় চলে পুলিশি টহল এবং পাশাপাশি এলাকায় যাতে করে কোন প্রকার অসামাজিক ক্রিয়াকলাপ না হয় এবং এলাকার দুষ্কৃতিরা যাতে করে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়েও এলাকাবাসীদের কে সতর্ক করে দেওয়া হয়।
পুলিশ জানান সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম গুলিতে পুলিশি টহলদারি শুরু করা হয়েছে।পাশাপাশি গ্রামের মানুষজনকে সচেতন করে তোলা হচ্ছে যাতে করে ভয় ভীত আতঙ্ক থেকে দূর করা বিষয়ে।
0 Comments
Welcome