লাঙ্গল নিয়ে বঙ্গধনী যাত্রা,কেন্দ্রীয় কৃষি বিলের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|রবিবার বিকালে কয়েক হাজার কৃষক কাঁধে লাঙ্গল নিয়ে কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে বঙ্গধনী যাত্রায় প্রায় ৫ কিলোমিটার পথ মিছিল করে গোসাবা বিধানসভা মসজিদবাটী তৃণমূলের কংগ্রেসের ডাকে।পাশাপাশি এদিন কয়েক মৎস্যজীবী মিছিলে সামিল হয়।এদিন মসজিদবাটী গ্রাম পঞ্চায়েতের বড় কাছারি মন্দির থেকে নীলকণ্ঠ মোড় পর্যন্ত মিছিল এসে শেষ হয়।সেখানে একটি তৃণমূল কংগ্রেসের পথ সভার আয়োজন জন।মসজিদবাটী গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান গৌর সরদার বলেন কেন্দ্রীয় সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ মিছিল।এদিনের মিছিলে লাঙ্গল ও ট্রাক্টর নিয়ে সুন্দরবনের সোদামাটির নোনা জলের কৃষক ও মৎস্যজীবীরা প্রতিবাদ জানায়।
এমনকি এই সমস্ত পরিবারের মহিলারাও মিছিলে সামিল হয়।তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকার যে ভাবে দিনের পর জন বিরোধী কাজ কর্ম করছে তারই প্রতিবাদ জানাচ্ছি।রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে।তাই আগামী ২০২১ এ রাজ্যে বিধানসভা নির্বাচনে বাংলার রাজনৈতিক সচেতন মানুষই যোগ্য জবাব দেবে।আবার এই রাজ্যের তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদে।
0 Comments
Welcome