Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

নৈশা আলোকে সুন্দরবনে ব্যাটমিন্টন প্রতিযোগিতা

 নৈশা আলোকে সুন্দরবনে ব্যাটমিন্টন প্রতিযোগিতা



নুরসেলিম লস্কর |বাসন্তী  : রবিবাসরীয় সন্ধ্যায় প্রত্যন্ত সুন্দরবনের পিছিয়ে পড়া ব্লক বাসন্তীর চোরাডাকাতিয়া গ্রামে অনুষ্ঠিত হলো ব্যাটমিন্টন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় ঐ গ্রাম সহ আশপাশের গ্রাম থেকেও আসা মোট আটটি ডাবলস জুটির মধ্যে এই প্রতিযোগিতা হয়, প্রতিযোগিতায় কৃষ্ণেন্দু, দীপঙ্কর জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কুলতলির দীপবেন্দু,দীপঙ্কর ডাবলস জুটি,তাদের হাতে এদিন পুরস্কার হিসাবে তুলে দেওয়া হয় নগত টাকা ও ট্রফি। তবে এই প্রতিযোগিতায় উপস্থিত সকলের নজর কেড়ে নেয় বছর বারোর স্বপ্নেন্দু মাঝি(রাজ)। রাজরা যদিও সেমিফাইনালে হেরে যায় দীপবেন্দু, দীপঙ্কর জুটির কাছে কিন্তূ রাজেদের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিতে রীতিমতো হিমশিম খেলো এ দিনের চ্যাম্পিয়নরা।

      এদিনের প্রতিযোগিতা অংশ নেওয়া থেকে শুরু করে উপস্থিত সকলের বাহবা পাওয়ার পর তার কেমন লাগছে? ও সে কোথাও প্র্যাকটিস করে কিনা সে বিষয় রাজ কে জিজ্ঞাসা করলে সে জানায় " আমার খেলার জন্য কোন ব্যাট ছিল না আমি সব সময় অন্যের ব্যাট নিয়ে খেলতাম,পরে আমার দিদি তার জমানো টাকা থেকে আমাকে একটা ব্যাট কিনে দেয় সেই ব্যাটে আমি খেলি, আর আমি কোথাও প্র্যাকটিস করি না তবে আমার স্বপ্ন আমি একদিন বাংলা তথা দেশের হয়ে খেলবো ! কিন্তূ জানিনা সে স্বপ্ন আমার পূরণ হবে কি না? তবে এখানে সকলের এতো ভালোবাসা পেয়ে আমার খুব ভালো লাগছে এবং কোথাও যেন মনে হচ্ছে স্বপ্ন টা এখনো বেঁচে আছে "।

       কিন্তূ রাজ, দীপবেন্দুরা যদি আজ সুন্দরবনে একটা ভালো একাডেমি পেতো ! গুপী চাঁদ দের মতো কোচেদের সান্নিধ্যে আসতে পারতো তাহলে আমরা হয়তো ভবিষ্যতে সুন্দরবন থেকে কিদাম্বি শ্রীকান্ত বা প্রণিতদের মতো প্লেয়ার দের ভবিষ্যতে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে দেখতে পেতাম। এই ক্রীড়া অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের ক্রীড়া সম্পাদক গৌতম মাইতি, সহ সভাপতি সাবির হোসেন, শিক্ষক রাজীব মন্ডল সহ এলাকার আরও বিশিষ্ট জনেরা।

Post a Comment

0 Comments