Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে ১০০ দিনের কাজে শাসক দলের দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ,রাজ্য বিজেপির সহ সভানেত্রী ভারতী ঘোষ

 ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে ১০০ দিনের কাজে শাসক দলের দুর্নীতি নিয়ে তীব্র আক্রমণ,রাজ্য বিজেপির সহ সভানেত্রী ভারতী ঘোষ 



ক্যানিং|মঙ্গলবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাঁশড়া অঞ্চলের ১৮ বিঘা মাঠে বিজেপির এক সভায় রাজ্য বিজেপির সহ সভানেত্রী ভারতী ঘোষ শাসক দলকে তীব্র আক্রমণ করে বলেন তৃণমূল সরকার ১০০ দিনের কাজের জন্য মানুষকে নেওয়া হয় না।জেসিবি মেশিন লাগিয়ে দেওয়া হচ্ছে।মানুষকে বলা হচ্ছে ঘরে বসে থাক।মানুষের ব্যাঙ্কে টাকা এসে যাচ্ছে।তারপর মানুষকে বলা হচ্ছে পাস বই গুলি দিয়ে দাও।ব্যাঙ্কের পাস বই গুলি নিয়ে নিচ্ছে।অধিকাংশ টাকা নিয়ে নিচ্ছে, কিছু টাকা লোককে দিয়ে দিচ্ছে।এইটা মানুষ আর সহ্য করতে পারছে না।এই দুনীর্তি ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে থেকে শুরু করে বাংলার গ্রামগঞ্জে অলিতে গলিতে।এমনকি মৃত দেহ নিয়ে দুনীর্তি,শশ্মানে দেহ পোড়াতে গেলে টাকা নিচ্ছে তৃণমূল।এই কাটমানি সরকার কে বিদায় দেবে বলে মানুষ প্রস্তুত।এদিনের সভায় রাজ্য বিজেপির সহ সভানেত্রী ভারতী ঘোষ আরও বলেন বলো হরি হরি বল ,তৃণমূল কে খাটে তোল।এই তৃণমূল কে খাটে তুলে দেশের বাইরে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে।আর নরেন্দ্র মোদিজীর হাত শক্ত করে ধরতে হবে।পাশাপাশি তিনি ভাইপো কে আক্রমণ করে বলেন খোকাবাবু তোলা বাজ, উবড়ে ফেল গুন্ডারাজ।আগে খেতে পেত না।নিম্ন মধ্যবিত্ত ছিল।ছোট খাটো ব্যবসা করতো।আজকে তাদের কালিঘাটে ৬০ কোটি টাকার বাড়ি।চলন্ত সিঁড়ি,ঝাড়বাতি লন্ডন।রাবণের সরকার, সুর্পনখা সরকার দূরা করতে হবে।তৃণমূল সরকারের বিদায় ঘন্টা বেজে গিয়েছে।বাংলার মাটিতে পদ্মফুল ফুটবে এবার।



রাজ্য বিজেপির রাজ্য সহ সভানেত্রী ভারতী ঘোষ  বলেন মমতার শাসনে বাংলার সভ্যতা-সংস্কৃতির চরম অধঃপতন ঘটেছে।বিজেপি ক্ষমতায় এলে পুলিশ কে টেবিলের তলায় লুকোতে হবেনা।শিক্ষকরা যোগ্য সম্মান পাবে।বেকার যুবকদের কর্মসংস্থান হবে।বিধবা মায়েরা ভাতা পাবেন।মহিলারা সুরক্ষিত থাকবেন।মোদিজী কাশ্মীর কে জুড়ে দিয়ে অখন্ডতা রক্ষা করেছেন। মোদিজী এখানকার মানুষের কল্যাণের জন্য কি করেননি।আমফানের ত্রাণের জন্য এক হাজার কোটি টাকা পাঠিয়ে ছিলেন।আমফানের টাকা চুরি হয়েছে কিনা তা হাইকোর্ট সিএজিকে দিয়ে অডিট করতে বলেছে।কাটমানির প্রসঙ্গ তুলে ভারতী ঘোষে কটাক্ষ, "সুদীপ্ত সেন কি ছবি কিনে ছিলেন?ভাইপোর কি ছিল আর বর্তমানে কি হয়েছে তা বাংলার জনগণ জানেন। বাংলার জন্য রসগোল্লা,আর নিজের জন্য কাঁচাগোল্লা!২০২১ এ বিজেপি ক্ষমতায় ১০০ শতাংশ আসবে।কিন্তু তার আগেই এই সরকার কে আস্থা ভোট পেশ করতে হবে।এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ ২৪ পরগনার জেলা পূর্ব সভাপতি সুনীত দাস,সভানেত্রী টুম্পা সরদার,ক্যানিং পশ্চিম কেন্দ্রের মন্ডল সভাপতিগণ প্রমূখ।

Post a Comment

0 Comments