করোনা থাবায় পূর্ণার্থী সমাগম নেই, ফাঁকা সাগর মেলা প্রাঙ্গন হতাশ নাগা বাবারা
নিজস্ব প্রতিনিধি |গঙ্গাসাগর - কুম্ভমেলাকে টেক্কা দিতে গঙ্গাসাগর মেলার বাজেট বাড়লেও করোনার ভাইরাসের এবার জনসমাগম অন্যান্য বারের তুলনায় যথেষ্ট কম বলেই দাবী গঙ্গাসাগরে কপিলমুনির মন্দির সংলগ্ন নাগা সন্ন্যাসীদের। ভক্ত সমাগম কম হওয়ায় রোজগারে ও খানিক ভাঁটা পড়েছে নাগা বাবা থেকে শুরু করে গঙ্গাসাগরে আসা অন্যান্য সাধুসন্তদের।পাশাপাশি সাগরতটের দোকানদারদের বিক্রিবাটাও একে বারেই নগণ্য। আর সেই কারণেই যথেষ্ট হতাশ হয়ে উঠেছেন সাগরমেলায় আগত নাগা বাবা থেকে স্থানীয় ব্যবসায়ীরা। তাদের দাবী করোনা ভাইরাসের জন্যই এবার গঙ্গাসাগর মেলায় ভক্তদের ভিড় অত্যন্ত নগণ্য।প্রায় শতকরা ৯০শতাংশ কম।
অন্যান্য বছরের মত এবার গঙ্গাসাগর মেলায় ভিড়ের সম্ভবনা অনেকটাই কম বলেই দাবী করছেন নাগা সন্ন্যাসীরা। কারন এবার ইতিমধ্যেই এলাহাবাদের প্রয়াগরাজে শুরু হবে কুম্ভমেলা।পাশাপাশি করোনা ভাইরাস সংক্রমণের ভয় রয়েছে প্রতি পূর্ণার্থীর। আর সেই কারণে মকর সংক্রান্তি তিথিকে কেন্দ্র করে হওয়া এই গঙ্গাসাগর মেলায় অন্যান্য বারের তুলনায় এবার জন সমাগম অনেকটাই নগণ্য হবে বলে দাবী নাগা বাবা ও স্থানীয় ব্যবসায়ীদের। এ বিষয়ে নাগাবাবা চন্দ্র সরস্বতী,সন্ত ধীরাজ,তন্দ্রী গিরীজারা বলেন, “ প্রতিবছর পুন্য স্নানের ৫-৬ দিন আগেই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এই সাগর মেলা প্রাঙ্গন গমগম করে। কিন্তু এ বছর সেভাবে ভক্তদের চোখে পড়ছে না।করোনার জন্য ঠিকঠাক ট্রেন বাস চলছে না। তারপর ভাইরাস সংক্রমণের ভয় রয়ছে। এছাড়া এবছর এলাহাবাদে কুম্ভমেলা হতে পারে। আর সেই কারণেই এবছর সাগর মেলায় ভিড় অত্যন্ত কম হবে বলে মনে হচ্ছে আমাদের। আর ভক্ত কম হলে আমাদের আয় ইনকাম ও তো কমই হবে”।
অন্যান্য বারের মত এবারের গঙ্গাসাগর মেলায় এখনো সেভাবে মানুষের ঢল চোখে পড়েনি। আগামী সপ্তাহে এই গঙ্গাসাগর মেলার উদ্বোধন হবে।এখনো পর্যন্ত মানুষের ঢল নামেনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ পূর্ণার্থী প্রতিবছর মকর সংক্রান্তিতে সাগর মেলায় আসেন গঙ্গাসাগরের জলে ডুব দিয়ে পুণ্য অর্জন করতে। কিন্তু এবার করোনা তান্ডব চলার কারণে এই মেলায় পুন্যার্থীর সংখ্যা যথেষ্ট নগণ্য। যার জেরে একদিকে যেমন নাগা বাবা থেকে সাধু সন্তদের আয়ে ব্যাপক ভাঁটা পড়েছে, তেমনি সাধারণ ব্যবসায়ী, দোকানদার যারা এই মেলায় প্রতিবছর একটু বেশী লাভের আসায় বিভিন্ন জিনিষের পসরা নিয়ে আসেন তারা ও যথেষ্ট চিন্তিত। স্থানীয় ব্যবসায়ী শক্তি হাজরা,নিমাই মাইতি,নলিণী বেরা’রা বলেন, “ অন্যান্য বছরের তুলনায় এবার গঙ্গাসাগর মেলায় এখনো পর্যন্ত মানুষজনের ভিড় যথেষ্টই কম। অন্যান্য বছর যেভাবে স্নানের আগেই বহু মানুষ এই মেলায় আসেন, এবার তেমনটি লক্ষ্য করা যাচ্ছে না। আমাদের ও ব্যবসা সেই কারণে ভালো হচ্ছে না। আর এই সমস্তের একটাই কারণ করোনা মহামারি ভাইরাস। “
কুম্ভ মেলাকে টেক্কা দিতে এবারে গঙ্গাসাগরের মেলার বাজেট এক ধাক্কায় অনেকখানি বাড়িয়েছে রাজ্য প্রশাসন। বিশেষ করে সাধারণ মানুষের নিরাপত্তার দিকটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে ড্রোন ক্যামেরায় নজরদারির পাশাপাশি পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে মেলা প্রাঙ্গনে। তবে আগামী দু তিনদিনে বহু পূণ্যার্থী এই মেলায় আসবেন বলেই দাবী প্রশাসনের। প্রশাসনের দাবী অন্যান্য বারের তুলনায় এবারও সাগর মেলায় মানুষের সমাগম কম সংখ্যক হবে। সাগরের বিধায়ক তথা মেলা কমিটির অন্যতম উদ্যোক্তা বঙ্কিম হাজরা বলেন, “ স্নানের আগেই লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এই সাগর মেলায়।তবে করোনার জন্য এবছর মানুষের ভিড় অনেকখানি কম হবে এই গঙ্গাসাগর মেলায়”।
0 Comments
Welcome