Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে পালকিতে দেশ নায়ক সুভাষ চন্দ্র বোস


সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে পালকিতে দেশ নায়ক সুভাষ চন্দ্র বোস



 

ক্যানিং|শনিবার বিকাল ৩ টা নাগাদ  দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত কুলতলী গ্রামে দেশ নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মদিবস পালন করল যথাযথ ভাবে।উদ্যোক্তা কুলতলী মিলন তীর্থ সোসাইটি।এদিন গ্রামবাসীরা নেতাজী সুভাষ চন্দ্র বোসের ছবি পালকিতে ফুলের রাশি রাশি বিন্দুতে সাজিয়ে সজ্জিত করে সেই পালকি নিয়ে গ্রামবাসীরা গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে চলে সুন্দরবনের সোদামাটির নোনা জলের মেঠো পথ ধরে।আর প্রত্যন্ত গ্রামের মানুষজন ঘর থেকে বেরিয়ে পুষ্প বৃষ্টিতে,শঙ্খ ধ্বনি,উলুর ধ্বনিতে ভরিয়ে দেয় দেশ নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বোসের ছবির পালকিতে।পাশাপাশি এদিন দেশ নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বোসের আর্দশ তুলে ধরা হয় পালকি পদ যাত্রার মাধ্যমে।এমনকি এই পদ যাত্রায় ভিড় জমায় কচিকাঁচারা।ফলে অভিনব ভাবে পালিত হল সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে পালকিতে দেশ নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মদিবস।এদিনের পদযাত্রা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক অমল নায়েক,বিশিষ্ট সমাজসেবক লোকমান মোল্লা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর প্রমূখ।পদযাত্রার শেষে ভারতের  মুক্তি পথের অগ্রদূত নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে নেতাজীর জীবনাদর্শ সম্পর্কিত বিষয়ে আলোচনা সভা হয়।

Post a Comment

0 Comments