সুন্দরবনে মোহনবাগান ফ্যানস ক্লাবের উদ্যোগে প্রজাতন্ত্র দিবস পালন
নুরসেলিম লস্কর | বাসন্তী : আজ সমগ্র দেশ জুড়ে পালিত হচ্ছে ৭২তম প্রজাতন্ত্র দিবস । নিয়ম মতো আগের দিন সন্ধ্যায় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সেই সঙ্গে দেশবাসী কে তিনি ৭২তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছাও জানান । আর যখন দিল্লি, কলকাতা সহ দেশের প্রতিটি কোনায় কোনায় সাড়ম্বরে পালিত হচ্ছে প্রজাতন্ত্র দিবস সেই মতো পিছিয়ে নেই এরাজ্যের প্রত্যত্ত সুন্দরবনের পিছিয়ে পড়া ব্লকের চোরাডাকাতিয়া গ্রামও । এদিন সকালে চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের উদ্যোগে পালিত হলো ৭২তম প্রজাতন্ত্র দিবস । এদিন মোহনবাগান ফ্যানস ক্লাবের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী বিভাষ ঘোষ,সেই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রজাতন্ত্র দিবসের উপর বক্তব্য দেন । অনুষ্ঠান শেষে শহীদ বিপ্লবীদের শারণে এক মিনিট নিরাবতা পালনও করে জাতীয় সংগীত গেয়ে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ক্লাবের সভাপতি সন্দীপ সাউ । মোহনবাগান ফ্যানস ক্লাবের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বিভাষ ঘোষ, শিক্ষক শ্যামল ঘোষ, ক্লাবের ক্রীড়া সম্পাদক গৌতম মাইতি, সহ সভাপতি সাবির হোসেন সহ এলাকার আরো বিশিষ্ট জনেরা ।
0 Comments
Welcome