Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

স্বাস্থ্য সাথী কার্ড নকল বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির সম্পাদিকা শর্বরী মুখোপাধ্যায়

 স্বাস্থ্য সাথী কার্ড নকল বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির সম্পাদিকা শর্বরী মুখোপাধ্যায়



ক্যানিং|মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের রেল মার্কেট এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে বিজেপির পক্ষ থেকে ভারতমাতা পুজো এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে।এই অনুষ্ঠানে বিজেপির রাজ্য সম্পাদিকা শর্বরী মুখোপাধ্যায় অভিযোগ করে বলেন স্বাস্থ্য সাথী কার্ড নিচ্ছেন চার পাঁচ ঘন্টা লাইন দিয়ে স্বাস্থ্য সাথী কার্ড নিচ্ছেন,নীল রংয়ের ওই কার্ডটি বুকে রাখছেন পরম বিশ্বাসে।(



যাক বাবা স্বাস্থ্য সাথীর কার্ড আছে বাড়িতে কেউ অসুস্থ হলে অন্তত বিপদটা কেটে যাবে।এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে রোগী কল্যাণী হাসপাতালে নিয়ে গিয়ে জমা দিলে বলা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড নকল।তিনি অভিযোগ করে আরও বলেন এই স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে মুখ্যমন্ত্রী একটা চরম প্রতারণা একটা চরম মিথ্যাচার মানুষের সঙ্গে করছে।এমনকি তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত শ্লোগান প্রসঙ্গে তীব্র আক্রমণ করেন।

Post a Comment

0 Comments