Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বাসন্তীতে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা

 বাসন্তীতে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা  



নুরসেলিম লস্কর,  বাসন্তী 

২ জানুয়ারি ২০২১, শনিবারঃ চোরাডাকাতিয়া সুন্দরবন মোহনবাগান ফ্যানস ক্লাবের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও বস্ত্র বিতরণী অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল চার দলের মহিলা ফুটবল প্রতিযোগিতা। এদিন এই ফুটবল প্রতিযোগিতায় বাসন্তী মায়া স্পোর্টস একাডেমি কে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মসজিদবাটি ফুটবল কোচিং সেন্টার। ফ্যানস ক্লাবের এবারের অনুষ্ঠান তৃতীয় বর্ষে পদার্পন করলো তাই তিন সাদা পায়রা উড়িয়ে এই অনুষ্টানের উদ্বোধন করেন বাসন্তী থানার আই. সি. আব্দুল রব খাঁন সঙ্গে বিশিষ্ট সমাজ সেবী বিভাষ ঘোষ ও ক্লাব সভাপতি সন্দীপ সাউ। এদিন চ্যাম্পিয়ন ও রানার্স টিম গুলির হাতে নগত টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়, এছাড়াও এই ফুটবল প্রতিযোগিতার তিন জন ওম্যান অফ দি ম্যাচের প্লেয়ার দের বছরে 6000 টাকা করে স্কলারশিপ দেয়ার ব্যবস্থা করে দেন ক্লাব কর্ম কর্তা রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসন্তী থানার আই সি আব্দুল রব খাঁন, সমাজ সেবী বিভাষ ঘোষ, সভাপতি সন্দীপ সাউ, ক্লাব সম্পাদক শরদিন্দু মাঝি, সহ আরো বিশিষ্ট জনেরা. সমস্ত ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের ক্রীড়া সম্পাদক গৌতম মাইতি, সাবির হোসেন ও নুরসেলিম লস্কর।

Post a Comment

0 Comments