Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং মহকুমায় পুলিশ বনাম সাংবাদিক ক্রিকেট টুর্ণামেন্ট, চলছে জোরকদমে প্রস্তুতি

 ক্যানিং মহকুমায় পুলিশ বনাম সাংবাদিক ক্রিকেট টুর্ণামেন্ট, চলছে জোরকদমে  প্রস্তুতি




ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা  এ যাবৎ কোন প্রেস ক্লাব ছিল না।ফলে ক্রীড়াপ্রেমী সাংবাদিকরা যে কোন ধরণের ক্রীড়ায় অংশ গ্রহণ করে মাঠে নামার ইচ্ছা থাকলেও তা হচ্ছিল না।অবশেষে ক্যানিং মহকুমা এলাকায় তৈরী হল ‘সুন্দরবন প্রেস ক্লাব’।যার সভাপতি শাজাহান সিরাজ,সহ সভাপতি প্রভুদান হালদার,সম্পাদক দেবব্রত মন্ডল,সহ সম্পাদক বিশ্বজিৎ পাল,কোষাধ্যক্ষ সুভাষ চন্দ্র দাশ।ফলে সুন্দরবন প্রেস ক্লাব তৈরী হওয়ার সাথে সাথে আয়োজন হয়েছে ক্রিকেট টুর্ণামেন্টেরও।  



আগামী ৩১ জানুয়ারী ক্যানিং গোলকুঠি নিউ বাস টার্মিনাল মাঠে ক্যানিং থানার পুলিশ ক্রিকেট টীম বনাম সুন্দরবন প্রেস ক্লাব ক্রিকেট  টীম টুর্ণামেন্ট অংশ গ্রহণ করবে।মাঠে খেলতে দেখা যাবে সুন্দরবনের ক্যানিং মহকুমা সাংবাদিকদের।সর্ব প্রথম এমন ধরনের টুর্ণামেন্টের জন্য প্রতি নিয়ত মাঠে গিয়ে প্রাকটিস করছেন সাংবাদিকরা।দীর্ঘ কয়েক যুগের অপেক্ষার অবসান হবে আগামী রবিবার।সুন্দরবন প্রেস ক্লাব গঠন করে ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন সম্পর্কে সুন্দরবন প্রেস ক্লাবের সম্পাদক দেবব্রত মন্ডল জানিয়েছেন “আমরা প্রত্যন্ত সুন্দরবন এলাকার সাংবাদিক। 



আমাদের কোন সংগঠন ছিল না। ফলে প্রতিনিয়ত আমরা যেন পিছিয়ে পড়ছিলাম।সুন্দরবন প্রেস ক্লাব তৈরি হওয়ায় দীর্ঘ দিনের সেই অবসাদ থেকে মুক্তি পেয়েছি।আর সেই কারণেই স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আমারা ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করেছি।

Post a Comment

0 Comments