Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ঝড়খালি হেড়োভাঙ্গা নদীতে পর্যটকদের বোট উল্টে মৃত ১, নিখোঁজ ১ জন

 ঝড়খালি হেড়োভাঙ্গা নদীতে পর্যটকদের বোট উল্টে মৃত ১, নিখোঁজ ১ জন

ছবিঃ প্রতিকি


নিজস্ব প্রতিনিধি|ক্যানিং|রবিবার দুপুরে হঠাৎই সুন্দরবনের নদীতে একটি পর্যটকদের বোট উল্টে গেলে মৃত্যুর হয় এক পর্যটকের এবং নিখোঁজ এক পর্যটক।মৃত পর্যটকের নাম সুবোধ জিতানু(৬৫) এবং নিখোঁজ পর্যটকের নাম প্রতিমা দোলুই।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালি কোষ্টাল থানার হেড়োভাঙ্গা নদীতে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে কলকাতা কুদঘাট থেকে ২১ জনের পর্যটকের দল  ঝড়খালি জেটিঘাট থেকে একটি বোটে উঠে সুন্দরবন ভ্রমণের জন্য।


নিখোঁজ ব্যাক্তি ও লঞ্চের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ 

  

এদের মধ্যে ২ জন শিশু ছিল।বোটটি জেটিঘাট ছেড়ে কিছুটা দূরে গেলে হঠাৎই বোট টি হেড়োভাঙ্গা নদীতে উল্টে যায়।ফলে বোট টি ডুবে যায়।সেই সময় আশপাশের বোট এবং নৌকার মৎস্যজীবীরা বিষয়টি দেখতে পেয়ে উদ্ধার কাজে নামে।তারা ২০ জন পর্যটককে উদ্ধার করে।আর এই উদ্ধার করার সময় এক জন পর্যটক হৃদরোগে আক্রান্ত হয়।তাকে উদ্ধার করে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।এদিকে জোয়ারে জলের টানে প্রতিমা দোলুই নামে এক পর্যটক তলিয়ে যায়।তার খোঁজে কোষ্টাল পুলিশ জল পথে এখনও চিরুনি তল্লাশি চালাচ্ছে।পুলিশ জানান একটি বোটে ২১ জনের দল নিয়ে সুন্দরবনের ভ্রমনে যাওয়ার সময় হঠাৎই বোটটি উল্টে গিয়ে ডুবে গেলে এক জন পর্যটক নিখোঁজ।বাকীদের সকলকে উদ্ধার করা হয়।তবে উদ্ধার করার সময় এক জন পর্যটকের হৃদরোগে আক্রান্ত হয়।তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।নিখোঁজ পর্যটকের খোঁজ চলছে জল পথে।তবে এমন ধরনের ঘটনা কিভাবে ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments