চক্ষু চিকিৎসায় নতুন আলোর দিশা, ‘চোখের আলো’ প্রকল্পের সুচনা করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি ,ক্যানিং - আরও এক নতুন প্রকল্প নিয়ে এলো রাজ্য সরকার।সকলকে বিনামূল্যে চশমা দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।রাজ্যে প্রায় ৮ লক্ষ ২৫ হাজার চশমা বিনামূল্যে বিতরন করা হবে। ‘চোখের আলো’ প্রকল্পের উদ্বোধনে এমনই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বলেন “সরকারি স্কুলের পড়ুয়াদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হবে। প্রয়োজনে বিনামূল্যে চশমা দেওয়া হবে। রাজ্যের প্রায় ৪ লক্ষ পড়ুয়ার চক্ষু পরীক্ষা করা হবে।পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও শিশুদের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে।আগামী ২০২৫-এর মধ্যে সকলের চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হবে।”
আগামী মঙ্গলবার থেকে ১২০০ গ্রাম পঞ্চায়েত এবং শহরের ১২০ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হবে এই প্রকল্প । পরবর্তী ২ টি পর্যায়ে অন্যান্য গ্রাম পঞ্চায়েত ও শহরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র গুলিকে এই প্রকল্পের আওতায় আনা হবে।
৩৯০ টির বেশি অপটোমেট্রি এবং ৩০০ বেশি সার্জেন এই পরিষেবায় যুক্ত থাকবেন। রাজ্য সরকারের এমন উদ্যোগে ৬৩ টি স্বেচ্ছাসেবী সংস্থাও সামিল হবে। পর্য়ায়ে পর্যায়ক্রমে চালু হবে এই প্রকল্প।
0 Comments
Welcome