Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

আবার সুন্দরবন জঙ্গলে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর

 আবার সুন্দরবন জঙ্গলে বাঘের আক্রমণে মৃত্যু মৎস্যজীবীর 




ক্যানিং|আবার সুন্দরবন জঙ্গলে বাঘের আক্রমণে মৃত্যু হল এক মৎস্যজীবীর।মৃতের মৎস্যজীবীরনাম শম্ভু গায়েন(৬২)।শুক্রবার  ঘটনাটি ঘটে প্রত্যন্ত সুন্দরবনের মরীচঝাঁপীর চিলমারি জঙ্গলের দুয়ালাখাল এলাকায়।স্থানীয় সুত্রে জানা গিয়েছে গোসাবার কুমিরমারি বাজার এলাকার বাসিন্দা মৎস্যজীবী শম্ভু গায়েন অভাবের তাড়নায় প্রায় প্রতিদিন সুন্দরবন জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যেতেন।বৃহস্পতিবার মৎস্যজীবি শম্ভু গায়েন আরও ২ জন মৎস্যজীবী মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয় একটি নৌকা করে সুন্দরবনের নদীতে।অন্যান্য দিনের মতন শুক্রবার সকালে সুন্দরবনের জঙ্গল লাগোয়া মরীচঝাঁপীর চিলমারি জঙ্গলের দুয়ালা খালে মাছ কাঁকড়া ধর ছিল তারা।হঠাৎই গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী শম্ভু গায়েনের উপর।মুহূর্তে তার ঘাড়ে কামড় দিয়ে পিঠে তুলে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘ।বাকী মৎস্যজীবীরা চোখের সামনে এমন দৃশ্য দেখে তারা নৌকার হাল আর কাঁকড়া ধরার শিক দিয়ে বাঘের সঙ্গে তুমুল লড়াই শুরু করে মৎস্যজীবী শম্ভু গায়েন কে বাঁচানোর জন্য। ততক্ষনে ক্ষুধার্ত বাঘ তার শিকার ছাড়তে রাজী নয়।দীর্ঘ প্রায় চল্লিশ মিনিট লড়াই হয় তাদের বাঘের সঙ্গে।অবশেষে বেগতিক বুঝে বাঘ রণে ভঙ্গ দেয়।শিকার ছেড়ে প্রাণ ভয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়েও যায় ক্ষুধার্ত বাঘ।এরপর তারা মৎস্যজীবী  শম্ভু নায়েক কে কোন রকমে নৌকায় তোলে। তড়িঘড়ি নৌকার বৈঠা বেয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।নদী পথে মৃত্যু হয় মৎস্যজীবীর।আর এই খবর ছড়িয়ে পড়তে কান্নায় ভেঙে মৃত মৎস্যজীবীর পরিবারের সদস্যরা।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস জানান বাঘের আক্রমণে এক মুৎস্যজীবীর মৃত হয় এমন ধরনের খবর পাওয়া গেছে।খোঁজ খবর নিয়ে দেখা গেছে মৎস্যজীবীর বৈধ কাগজপত্র ছিল না।তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment

0 Comments