অটো ও ইঞ্জিন ভ্যান সংঘর্ষে জখম ১০ জন,অপর আর একটি অটো উল্টে জখম ৩ জন
ক্যানিং|বৃহস্পতিবার বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে অটো ও ইঞ্জিন ভ্যানে সংঘর্ষ হলে জখম হয় ১০ জন যাত্রী।এর মধ্যে ১ জন চার বছরের শিশুপুত্র।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার হালদারঘেরী এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ক্যানিং অটো স্যান্ড থেকে একটি অটো ১১ জন অতিরিক্ত যাত্রী নিয়ে ধামাখালির দিকে যাচ্ছিল।সেই সময় ধামাখালি থেকে একটি ইঞ্জিন ভ্যান আসছিল।সেই সময় হঠাৎই অটো ও ইঞ্জিন ভ্যানে সংঘর্ষ হলে গুরুত্বর জখম হয় অটো যাত্রীরা।স্থানীয় মানুষজন দেখতে পেয়ে জখমদের উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে।জখমদের মধ্যে অসীমা মিস্ত্রি নামে এক গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক।সে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।অন্যদিকে এদিন দুপুরে ক্যানিং থানার গোলাবাড়ি কলেজ মোড় এলাকায় একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে গুরুতর জখম হয় জি এন হরিনারায়ণী উচ্চ মাধ্যমিক হাইস্কুলের শিক্ষক মানস বল্লভ ও শিক্ষিকা অনিতা বৈদ্য সহ আরও ১ জন যাত্রী।স্থানীয় মানুষজন দেখতে পেয়ে জখম ৩ জনকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানেই তাদের চিকিৎসা চলছে।পুলিশ জানান বাসন্তী ও ক্যানিং এলাকায় অটো ইঞ্জিন ভ্যান সংঘর্ষ এবং অটো উল্টে গেলে বেশ কয়েকজন অটো যাত্রী জখম।জখমরা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।
0 Comments
Welcome