Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীতে নাবালিকার বিয়ে বন্ধ করলো প্রশাসন

 প্রত্যন্ত সুন্দরবনের বাসন্তীতে নাবালিকার বিয়ে বন্ধ করলো প্রশাসন — প্রশাসনের তৎপরতায় বন্ধ হল এক নাবালিকার বিয়ে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী ব্লকের রামচন্দ্রখালি গ্রাম পঞ্চায়েতের উত্তর রামচন্দ্রখালি গ্রামে।

এদিন বিয়ের প্রস্তুতি প্রায় শেষাগত,বাড়ীতে অথিতি অভ্যাগতদের আনাগোনা চলছে। অপেক্ষা কাজী সাহেব এলেই চার হাত একত্রিত হবে। শুরু হবে নতুন জীবন।

এরই মধ্যে কাজী আসার অাগেই পুলিশ ও ক্যানিং চাইল্ড লাইনের লোকজন বিয়ে বাড়ীতে হাজীর হলেই অনুষ্ঠানের  ছন্দপতন ঘটে।

এরপর পুলিশ ও চাইল্ড লাইনের লোকজন বিয়ে বাড়ীর কর্তাদের কাছে জানতে চায় মেয়ের বয়স।বয়সের প্রমাণপত্র দেখে পুলিশের চক্ষু চড়কগাছ।নাবালিকার বয়স মাত্র ১৬ বছর।বিয়ে বন্ধের নির্দেশ দেয় পুলিশ ও চাইল্ড লাইন।নিজেদের ভুল বুঝতে পেরেই নাবালক ও নাবালিকার পরিবার বিয়ে বন্ধ করে মুচলেকা দেয় প্রশাসনের কাছে।যবনিকা ঘটে নাবালক-নাবালিকার বিয়ে।  

উল্লেখ্য নাবালিকা মেয়েটি স্থানীয় একটি হাইস্কুলের  দশম শ্রেনীর ছাত্রী।পেশায় কৃষক নাবালিকার বাবা চাষ-আবাদ করে দিন গুজরান করেন।

এদিন স্থানীয় প্রতিবেশীর এক নাবালক ছেলের সাথে বিয়ে ঠিক করেন নাবালিকার বাবা।ইতি মধ্যে এমন খবর গোপন সুত্রে পেয়ে যায় পুলিশ প্রশাসন ও চাইল্ড লাইন। খবর পেয়েই বাসন্তীর বিডিও, পুলিশ এবং চাইল্ড লাইনের তৎপরতায় নাবালক-নাবালিকার বিয়ে বন্ধ হয়।

সমাজসেবী তথা শিক্ষক স্বরুপ ঘোষ  বলেন “রাজ্য সরকারের দেওয়া কন্যাশ্রী ও রুপোশ্রী প্রকল্প এড়িয়ে যে ভাবে নাবালিকা বিয়ে বাড়ছে এবং কিছু শ্রেনীর লোকজন এই কাজের মদতদাতা,এমন ঘটনা সত্যি দুশ্চিন্তার বিষয় ।তবে আগামী দিনে যাতে বাল্য বিবাহ বন্ধ হয় সে বিষয়ে মানুষকে আর ও সচেতন করতে হবে,না হলে এমন রীতি চলতেই থাকবে।”

চাইল্ড লাইনের সদস্য বান্টী মুখার্জী জানিয়েছেন “সচেতনতার জন্য ইদানিং কালে নাবালক-নাবালিকা বিয়ে কিছুটা হলেও কমেছে।আমাদের আশা সচেতনতার মাধ্যমে আগামী দিনে নাবালক-নাবালিকা বিয়ে সমাজ থেকে নির্মূল হবে”।

Post a Comment

0 Comments