Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

মিরজাফররা কোনদিন নবাব হতে পারে না,বিধায়ক জয়ন্ত নস্কর

 মিরজাফররা কোনদিন নবাব হতে পারে না,বিধায়ক জয়ন্ত নস্কর 



ক্যানিং|সোমবার বিকালে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের পাঠানখালি কলেজ মাঠে পাঠানখালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পোষ পার্বন এক মহিলা অনুষ্ঠানে গোসাবা কেন্দ্রের বিধায়ক জয়ন্ত নস্কর শুভেন্দু অধিকারীকে নিশানা করে বলেন মিরজাফররা কোনদিন নবাব হতে পারে না।এরা কোন দিন নবাব হবে না।বিজেপিতে কারা আছে এখন, তৃণমূল থেকে যে সব মিরজাফর গুলি গিয়েছে।আর এই মিরজাফর গুলি মুখ হয়েছে।বাম আমলে ৫২ হাজার কর্মী শহীদ হয়েছে।রাজ্যের মুখ্যমন্ত্রী কে বার বার অপমান করছে রাজ্যপাল।বাংলার রাজনৈতিক সচেতন মানুষ সব দেখতে পারছে।২০২১ এ এর যোগ্য জবাব দেবে।এদিনের অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নে গোসাবা কেন্দ্রের তৃণমূলের বিধায়ক জয়ন্ত নস্কর সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটালেন।তিনি বলেন ‘গোসাবা কেন্দ্রে আমিই প্রার্থী।তাছাড়া গোসাবা ব্লকের বিভিন্ন প্রান্তে বিধানসভা নির্বাচন নিয়ে ইতি মধ্যে দলীয় ভাবে দেওয়াল লেখা শুরু করা হয়েছে।তিনি আরো বলেন গত দুবার বিধানসভা নির্বাচনে গোসাবার মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করছিলেন।সব সময় তাঁদের সুখ দুঃখের সাথী হয়ে রয়েছি।তৃতীয় বারের জন্যও গোসাবার মানুষ আমাকে আশীর্বাদ করবেন এবং গত বিধান সভা নির্বাচনে প্রায় কুড়ি হাজার ভোটে জয় পেয়েছিলাম এবার ৫০ হাজার ভোটে জয়লাভ করবো।বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির অবসান ঘটবে সুন্দরবনের লবণাক্ত নদীর জলে।

Post a Comment

0 Comments