আগুনে ভস্মীভূত পর্যটকদের বোর্ট
ক্যানিং|রবিবার গভীর রাতে আগুন লেগে বশীভূত হল একটি পর্যটক বোঝাই বোর্ড।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলীয় থানার সাতজেলিয়ার দয়াপুর এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার এম বি মা চন্ডী নামে একটি বোর্ট ২৫ জনের দল পর্যটকদের নিয়ে সুন্দরবন ভ্রমণের জন্য গদখালি জেটিঘাট থেকে ছাড়ে।তিন দিনের ট্যুর ছিল।সুন্দরবনের জলপথে বিভিন্ন এলাকা ঘুরে বোর্টটি রবিবার রাতে দয়াপুর ঘাটে নোঙর করে।আর পযটকরা একটি হোটেলে গিয়ে ওঠে রাত্রি নিবাসের জন্য।ফলে বোর্টে কোন পর্যটক ছিল না।হঠাৎই গভীর রাতে বেশ কিছু মৎস্যজীবী দেখতে পায় এম বি মা চন্ডী বোর্টে আগুন দাউ দাউ করে আগুনের শিখা উপরের দিকে ওঠছে।তারা চিৎকার করতে থাকে আগুন আগুন বলে।স্থানীয় মানুষজন এগিয়ে আসে চিৎকার চেঁচামেচি শুনে।তারা নদীর জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।তবে ততক্ষণে বোর্টটি আগুনে ভস্মীভূত হয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোষ্টাল থানার পুলিশ।প্রাথমিক তদন্তে উঠে আসে বোর্টের ইঞ্জিন থেকে আগুন লেগে যায়।সেই আগুন ছড়িয়ে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে আগুন আরও ছড়িয়ে পরে।তবে কিভাবে বোর্টে আগুন লাগলো সে বিষয়ে খতিয়ে দেখছে কোষ্টাল পুলিশ।
0 Comments
Welcome