Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

আটক ১০ টি মালবাহী গাড়ি আটক

 আটক ১০ টি মালবাহী গাড়ি আটকক্যানিং|বৃহস্পতিবার দুপুরে ক্যানিং এসডিপিও গোবিন্দ শিকদার এবং এমভিআই দলের স্পেশাল টিম অভিযান চালিয়ে ১০ টি মালবাহী গাড়ি আটক করে নিয়ম ভেঙে ওভারলোড গাড়ি গুলি সড়ক পথে যাওয়ার জন্য।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বারুইপুর সড়ক পথে মাতলা ব্রীজ,জীবনতলা,বাসন্তী এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গিয়েছে এদিন ক্যানিং মাতলা ব্রীজ এলাকায় ক্যানিং এসডিপিও গোবিন্দ শিকদার এবং এমভিআই দলের স্পেশাল টিম নাকা চেকিং শুরু করে।নাকা চেকিংয়ের সময় ৩ টি ওভারলোড পণ্যবাহী গাড়ি আটক করে।এরপর বাসন্তী ও জীবনতলায় অভিযান চালিয়ে আর ও ৭ টি ওভারলোড পণ্যবাহী গাড়ি আটক করে।পুলিশ জানান নিয়ম ভেঙে ওভারলোড মালবাহী ১০ টি গাড়ি আটক করা হয়েছে।এই ওভারলোড ট্রাকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং এই অভিযান ধারাবাহিক ভাবে চলতে থাকবে।এদিকে স্থানীয় মানুষজন অভিযোগ করে বলেন সুন্দরবনের সব চেয়ে বড় ব্রীজ এই ক্যানিং মাতলা ব্রীজ।আর এই ব্রীজের উপর দিয়ে আইন কে বুড়ো আঙুল দেখিয়ে ওভারলোড গাড়ির চলাচলের রমরমা।এমনকি ওভারলোড গাড়ি চলাচল সড়ক পথ গুলি ও দ্রুত খারাপ হয়ে যাচ্ছে।ফলে ক্যানিং,বাসন্তী,বারুইপুর সহ বিভিন্ন সড়ক পথ গুলি খারাপ থাকায় প্রায় সময় ঘটছে দুর্ঘটনা।পুলিশ প্রশাসনের উচিত আইন ভেঙে যে সমস্ত যান বাহন চলাচল করছে সেই সমস্ত যান বাহন গুলি আটক করে যথাযথ আইনী ব্যবস্থা নেওয়া।পাশাপাশি এদিন ক্যানিং ট্রাফিক গার্ড থেকে ক্যানিং বারুইপুর সড়ক পথে নো পাকিং বোর্ড লাগানো হয় যেখানে সেখানে গাড়ি যাতে পাকিং না করা হয়।ক্যানিং ট্রাফিক ওসি দেবব্রত সরকার জানান ক্যানিং হসপিটাল মোড়ে নো পাকিং বোর্ড লাগানো হয়েছে।আর এই সমস্ত এলাকায় কোন গাড়ি পাকিং করলে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


 

Post a Comment

0 Comments