ট্রেন থেকে পড়ে মৃত্যু
চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যাক্তির।ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং লাইনের তালদি-চাঁদখালি ষ্টেশনের মধ্যবর্তী রেল লাইনের পাশে।
স্থানীয় সুত্রে জানাগেছে বৃহষ্পতিবার সকাল প্রায় ৮ নাগাদ ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকাল থেকে এক মাঝ বয়সী অঞ্জাত পরিচয় ব্যাক্তি ট্রেন থেকে পড়ে যায় তালদি-চাঁদখালি ষ্টেশনের মধ্যবর্তী এলাকায়।মাথায় আঘাত লাগলে গুরুতর জখম হয়।এমন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে হাজীর হয় রেল পুলিশ। গুরুতর জখম অবস্থায় অঞ্জাত পরিচয়ের ওই ব্যাক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় রেল পুলিশ। সেখানে অচৈতন্য অবস্থায় চিকিৎসা চলছিল।শুক্রবার ভোরে মৃত্যু হয় তার।ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।অন্যদিকে কি ভাবে এমন ঘটনা ঘটলো তা খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। পাশাপাশি অঞ্জাত পরিচয় ব্যাক্তির নাম ঠিকানাও জানার চেষ্টা করছে রেলপুলিশ।
1 Comments
Playtech - New Zealand's #1 supplier of gaming equipment
ReplyDeletePlaytech, an innovator of software 바카라 사이트 and services for online gaming and ventureberg.com/ iGaming products, have partnered febcasino with supplier aprcasino Casino. https://access777.com/
Welcome