Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

প্রাণধারা বুথের শুভ উদ্বোধন

 প্রাণধারা বুথের শুভ উদ্বোধন নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|সোমবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বাঁশড়া অঞ্চলের ঘুটিয়ারি শরিফ গ্রামীণ হাসপাতালে প্রাণধারা বুথের শুভ উদ্বোধন করেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং-১ বিডিও শুভঙ্কর দাস,ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ রঞ্জন কুমার মন্ডল,পঞ্চায়েত সমিতির সদস্য বিজন কৃষ্ণ মন্ডল প্রমূখ।এদিনের অনুষ্ঠানে ক্যানিং পশ্চিম কেন্দ্রর বিধায়ক শ্যামল মন্ডল বলেন এই গ্রামীণ হাসপাতালে প্রতিদিন প্রায় ৬ হাজার রোগী স্বাস্থ্য পরিষেবার এই হাসপাতালে আসে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা থেকে।ফলে রোগী এবং রোগীর আত্মীয় স্বজন এই প্রাণধারা বুথের মাধ্যমে উপকৃত হবে।বর্তমান হাসপাতালে ২০ টি বেড আছে।তবে আরও ৩০ টি বেড বাড়ানো জন্য দ্রুত গতিতে কাজ চলছে।এদিনের অনুষ্ঠানে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতন।


বিজ্ঞাপন


 

Post a Comment

0 Comments