Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনে আক্রান্ত পুলিশ গ্রেফতার ৪ জন

 সুন্দরবনে আক্রান্ত পুলিশ গ্রেফতার ৪ জন



ক্যানিং|সোমবার বেশ কয়েক লোক পুলিশ ক্যাম্পে চড়াও হলে জখম হয় একজন এএসআই।জখম এএসআইয়ের নাম গাজী মোস্তাফা।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন কোষ্টাল থানার কুমিরমারি পুলিশ ক্যাম্প এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে কুমিরমারি দ্বীপে কোষ্টাল পুলিশ টহল দেওয়ার সময় লক্ষ্য করেন একটি পর্যটক নৌকা মাঝ নদীতে নোঙর করে নেশা অবস্থায় নাচানাচি করছে।সেই সময় কর্মরত পুলিশ কর্মীরা পযটকদের বুঝিয়ে সুজিয়ে চলে আসে কুমিরমারি পুলিশ ক্যাম্পে।সোমবার সকালে এই ঘটনার পরিপেক্ষিতে নৌকা চালক এবং স্থানীয় বেশ কিছু মানুষজন কুমিরমারি পুলিশ ক্যাম্পের সামনে উপস্থিতি হয়ে এএসআই গাজী মোস্তাফা কে শাররীক ও মানসিক ভাবে হেনস্থা করে।



ফলে আক্রান্ত হয় এএসআই গাজী মোস্তাফা।বতর্মানে তিনি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।আর এই ঘটনার পরিপেক্ষিতে পুলিশ তদন্তে নেমে পর্যটকদের নৌকাটি আটক করে এবং গ্রেফতার করে মন্টু মন্ডল,বিদ্যুৎ মন্ডল সহ আরও ২ জনকে।ধৃতদের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মামলা রুজু করে পূর্ণ তদন্ত শুরু করেছে।বারুইপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন নৌকা চালক সহ বেশ কয়েক জন স্থানীয় লোক কুমিরমারি পুলিশ ক্যাম্পের সামনে উপস্থিতি হয়ে এএসআই উপর হেনস্থা করা হলে এএসআই আক্রান্ত হয়।তিনি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।বিষয়টি নিয়ে পূর্ণ তদন্ত শুরু হয়েছে।এদিকে সোমবার বিকাল থেকে  সুন্দরবন কোষ্টাল এলাকায় স্থল ও জলপথে চলছে বিশাল পুলিশ বাহিনীর অভিযান।

Post a Comment

0 Comments