মেদিনীপুরে অধিকারী পরিবারের আর একটা মিরজাফর তৈরি হয়েছে,বিধায়ক সওকাত মোল্লা
ক্যানিং|রবিবার বিকালে তৃণমূল কংগ্রেসের ডাকে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের থানার মোড় থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত হাজার হাজার মহিলা মছিলে সামিল হয় কেন্দ্রীয় সরকারের কৃষি বিল বাতিল,দ্রব্যমূল্য বৃদ্ধি,কেন্দ্রীয় জন বিরোধী নীতির বিরুদ্ধে।পাশাপাশি ক্যানিং বাসস্ট্যান্ডে একটি সভা হয়।সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা,জেলার আইএনটিটিইউসির সভাপতি শক্তিপদ মন্ডল,জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর পরেশরাম দাস,দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা কুন্ডু, নিকাড়ীঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী সাঁফুই প্রমূখ।এদিনের সভায় ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা বলেন আগামী ২০২১ এ রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২২৮ টি আসন পেয়ে তৃতীয়বারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের আশীর্বাদে।তিনি শুভেন্দু অধিকারী বিষয়ে গদার ও মিরজাফর বলেন।বিজেপির মতন একটা সম্প্রাদায়িক শক্তির হাত ধরে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে কালিমা লিপ্ত করেছে।স্বাভাবিক ভাবে আমি মনে করি মুশিদাবাদে এক মিরজাফর তৈরি হয়ে ছিল আর মেদিনীপুরে অধিকারী পরিবারে আর এক মিরজাফর তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
0 Comments
Welcome