Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং মহকুমায় পুলিশ বনাম সাংবাদিক ক্রিকেট টুর্ণামেন্ট

 ক্যানিং মহকুমায় পুলিশ বনাম সাংবাদিক ক্রিকেট টুর্ণামেন্ট
ক্যানিং|রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার গোলকুঠি নিউ বাস টার্মিনাল মাঠে আয়োজন হয় ক্যানিং মহকুমা পুলিশ বনাম সাংবাদিকদের ক্রিকেট প্রীতি ম্যাচ।খেলায় জয়ী হয় ক্যানিং মহকুমা পুলিশ টিম এবং রার্নাস হয় ক্যানিং মহকুমার  সাংবাদিকরা। ক্রীড়াপ্রেমী সাংবাদিকরা যে কোন ধরণের ক্রীড়ায় অংশ গ্রহণ করে মাঠে নামার ইচ্ছা থাকলেও তা হচ্ছিল না।  সুন্দরবনের ক্যানিং মহাকুমার সাংবাদিকদের  সাথে আয়োজন হয় ক্রিকেট টুর্ণামেন্ট।এদিনের ক্রিকেট খেলায় সাধারণ মানুষজনের উপস্থিত ছিল চোখে পড়ার মতন।এদিনের খেলায় উপস্থিত ছিলেন ক্যানিং এসডিপিও গোবিন্দ শিকদার, ক্যানিং থানার আইসি আতিবুর রহমান,জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ।

Post a Comment

0 Comments