মাতলায় ১০০ দিনের কাজ বৃক্ষ রোপণের গাছে আগুন
ক্যানিং| বুধবার বিকাল সাড়ে ৫ টায় বেশ কিছু দুষ্কৃতী আগুন লাগিয়ে দিলে আগুনে পুড়ে নষ্ট হচ্ছে ১০০ দিনের কাজে বৃক্ষ রোপণ বহু মূল্যবান গাছ গুলি।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার সুন্দরবন মেলা মাঠ সংলগ্ন এসডিও রোডে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ২০১৮ সালে মহত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের ১০০ দিনের কাজে বিভিন্ন প্রজাতির ফল,ফুল ও কাঠ জাতীয় কয়েক হাজার গাছের চারা রোপণ করা হয়।
সেই গাছ গুলি বড়ো হওয়ার মুখে বেশ কিছু অসাধু লোকজন গোপনে আগুন লাগিয়ে দেয় ওই স্থানে রাতে অন্ধকারে জবরদখল করে দোকানপাট বসানোর জন্য।ফলে আগুনে নষ্ট মূল্যবান গাছ গুলি।ক্যানিং এসডিও অফিস থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এমন ধরনের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী।স্থানীয় মানুষজন ক্ষোভের সঙ্গে অভিযোগ করে বলেন মাতলা-১ গ্রাম পঞ্চায়েত সব কিছু জেনে শুনে নীরব দর্শক হয়ে বসে আছেন।এমনকি গাছ গুলি সংরক্ষণ করার জন্য যে বাগানের পাকা পাঁচিল দেওয়া কাজ চলছে,তা নিয়ে ও দুনীর্তির অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।
সাড়ে তিন লক্ষ টাকা বরাদ্দ হয়েছে পাকা পাঁচিল দেওয়া জন্য।অথচ কাজ হচ্ছে নিম্ন মানের এবং ঢিমে তালে কাজ করা হচ্ছে।এ বিষয়ে ক্যানিং-১ বিডিও শুভঙ্কর দাস বলেন বাগানে কারা আগুন দিলো এবং কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।পাশাপাশি মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান কে বলা হয়েছে বিষয়টি দেখার জন্য।
0 Comments
Welcome