সুন্দরবনের ক্যানিং মহকুমা কোভিড-১৯ টিকাকরণ কর্মসূচি
ক্যানিং|শনিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমা হাসপাতালে ও কোভিড-১৯ টিকাকরণ দেওয়ার কর্মসূচি শুরু হল।এদিন হাসপাতালের সাফাই কর্মী রাজু বাসফোর প্রথম কোভিড-১৯ টিকা দেওয়া হয়।টিকা দেওয়ার সময় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা হাততালি দিয়ে তাঁকে অভিবাদন জানায়।এরপর টিকা দেওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালের সুপার অপূর্ব লাল সরকারকে।টিকা নেওয়ার পর তিনি বলেন প্রশাসনিক স্তরে সব প্রস্তুতি নেওয়া আছে।যদি কেউ টিকা নেওয়ার পর অসুস্থ বোধ করেন তাঁর জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে।টিকা দেওয়ার আগে গ্রহীতাকে প্রথমে ওয়েটিং রুমে বসিয়ে নাম নথিভুক্ত করা হয়।তারপর সব রকম ভাবে ব্যবস্থা নেওয়ার পর তাঁকে টিকা প্রয়োগ করা হয়।তিনি আরও বলেন কোভিড-১৯ টিকা দেওয়ার পর আধঘন্টা তাঁকে বসিয়ে রাখা হচ্ছে।এরমধ্যে তাঁর কোন শারীরিক সমস্যা হচ্ছে কি না তা লক্ষ্য করা হচ্ছে।এদিন ক্যানিং মহকুমা হাসপাতাল সাজানো হয় ফুল দিয়ে।প্রথম পর্যায়ে ১০০ জনকে টিকা দেওয়া হবে। যদি টিকা নেওয়ার পর আধঘন্টা কোন সমস্যা না হয়, তখন তিনি বেড়িয়ে যেতে পারেন।এমনকি ওয়েটিং রুমে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা সহ কোভিড বিধি মেনে চলা হয়।প্রথম পর্যায়ে ডাক্তার,নার্স,স্বাস্থ্য কর্মীদের এই টিকা দেওয়া হয়।এদিন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন আজ কোভিড-১৯ টিকাকরণ কমসূচীতে ১০০ জনের মধ্যে ১০০ জন টিকা নিয়েছে।
0 Comments
Welcome