ক্যানিংয়ে বিজেপি যুব মোর্চার চা পেয়ে চর্চা
নিজস্ব প্রতিনিধি,ক্যানিং - ৩১ জানুয়ারী ঐতিহাসিক মরিচ ঝাঁপি দিবস। বিগত বছরের ন্যায় চলতি বছর ঝাঁকজমক পূর্ণ ভাবে ঐতিহাসিক এই দিবস পালন করার জন্য প্রতিশ্রুতি বদ্ধ হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব।আর সেই কারণেই রবিবার সকাল সকাল বিজেপি নেতৃত্ব রওনা দিলেন সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ মরিচ ঝাঁপির উদ্দেশ্য।প্রত্যন্ত দ্বীপে যাওয়ার আগেই এদিন সকালে ক্যানিং মাতলা ব্রীজ সংলগ্ন এলাকায় এক চায়ে পে চর্চা অনুষ্ঠানে মুখ খুললেন বিজেপি জেলা যুব মোর্চার দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার সভাপতি রাজু মন্ডল। তিনি বলেন বিধানসভা নির্বাচনে বিজেপি নিশ্চিত ভাবে বাংলায় ক্ষমতায় আসবে।মরিচ ঝাঁপি কান্ড তদন্ত করে দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় তার প্রক্রিয়া প্রথমেই শুরু হবে”।
0 Comments
Welcome