নয়া জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন সংগঠন করতে PSU - এর জেলা সম্মেলন
নুরসেলিম লস্কর | বাসন্তী : প্রজাতন্ত্র দিবসের দিনে যখন রাজধানী দিল্লিতে কৃষক আন্দোলনে পুলিশ ও কৃষকদের মধ্যে খণ্ডযুদ্ধ চলছে ঠিক তখনই দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে কেন্দ্রীয় সরকারের নয়া শিক্ষানীতি বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন সংগঠিত করতে জেলা সম্মেলন করতে দেখা গেল বামপন্থী ছাত্র সংগঠন PSU এর । এদিন বামপন্থী ছাত্র সংগঠনের এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর, PSU এর রাজ্য সম্পাদক নফেল মহম্মাদ সফিউল্লা, RYF এর রাজ্য সহ সম্পাদক আদিত্য জোরদার এবং আরও বামপন্থী নেতা কর্মীরা ।
PSU এর এদিনের এই জেলা সম্মেলনে দক্ষিণ চব্বিশ পারগানার একাধিক কলেজের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিল। সম্মেলন থেকে সরকারের নয়া শিক্ষানীতি বাতিলের পক্ষে ছাত্র ছাত্রীদের এগিয়ে আসার বার্তা দেন উপস্থিত বাম নেতারা । PSU এর রাজ্য সম্পাদক নফেল মহম্মদ সফিউল্লা বলেন "সরকারের এই নয়া শিক্ষানীতির ফলে বর্তমান শিক্ষার কোমর ভেঙে পড়বে,মুক্ত শিক্ষা ব্যবস্থা কে এই নীতির মধ্যে দিয়ে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি করণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে । যার ফলে শিক্ষা ব্যবস্থা নিম্নবিত্ত ছাত্র ছাত্রীদের ধরাছোঁয়ার বাইরে চলে যাবে । তাই এই নীতিকে অবিলম্বে বাতিল করতে হবে সেই সঙ্গে তিনি দীর্ঘ লগডাউন চলার জন্য সমস্ত স্কুল, কলেজের ফ্রি মুকুব সহ কলেজ গুলিতে আবার ছাত্র সংসদের নির্বাচন চালু করার পক্ষে সওয়াল করেন"।
0 Comments
Welcome