নেশা মুক্ত সমাজ গড়তে পুলিশের সচেতনার পদযাত্রা
নিজস্ব প্রতিনিধি|ক্যানিং - নেশার আঁতুড় ঘর তৈরী হয়েছে সমাজের সর্বত্র।প্রতিদিনই বাড়ছে নেশাগ্রস্থ মানুষের সংখ্যা।আর এই নেশার জন্য প্রতিনিয়ত সমাজে বাড়ছে দুষ্কৃতিদের আনাগোনা। বাড়ছে দুষ্কৃতি কার্যকলাপও।প্রতিনিয়ত হচ্ছে নারীপাচার ও শিশু পাচারের মতো ঘটনা। যাতে করে নেশানেশা মুক্ত স্বচ্ছ সমাজ গড়ে তোলা যায় তারজন্য সচেতনতার বার্তা দিয়ে ক্যানিংয়ের প্রত্যন্ত গ্রামে প্রচার পর্ব শুরু করলো ক্যানিং থানার পুলিশ। সোমবার সকাল থেকে ক্যানিং থানার ইটখোলা গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে সচেতনতার প্রচার করেন ক্যানিং থানার পুলিশ কর্মীরা। মাইকেও চলে প্রচার পর্ব। এদিন এমন অভিনব কর্মসূচির নেতৃত্বে দেন ক্যানিং থানার আইসি আতিবুর রহমান। তিনি বলেন আগামী দিনে এমন প্রচার অভিযান ক্যানিং থানার সর্বত্র এলাকায় জারী থাকবে।
0 Comments
Welcome