১২ ঘণ্টার বাংলা বনধ, ক্যানিং এ পথ অবরোধ বাম - কংগ্রেসের
নূরসেলিম লস্কর | ক্যানিং : বামেদের নবান্ন অভিযানে পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বাংলা বনধের ঘোষণা করেছে বাম যুব ছাত্র সংগঠন গুলি । যদিও শুক্রবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গায় বনধের প্রভাব পড়তে শুরু করে । CPIM নেতা সৌতিক, কবির মাঝি দের নেতৃত্বে সুন্দরবনের প্রবেশ পথ ক্যানিং এ পথ অবরোধ করে বাম নেতা কর্মীরা । রাস্তার উপর চললো ক্যারাম খেলা, ক্রিকেট খেলা যার জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল । এর জেরে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা । যদিও CPIM নেতাকর্মী দের কথায়, 'স্ততস্ফূর্ত ভাবেই এই বনধকে সমর্থন জানাচ্ছেন বাংলার মানুষ । তারা আরও বলেন, পুলিশ যে ভাবে আগের দিন ছাত্র ছাত্রীদের উপর লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস, জল কামনা ছুঁড়েছে, তার বিরুদ্ধে সকলে পথে নেমেছে ' ।
0 Comments
Welcome