Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং রেল স্টেশন এলাকায় হকারদের বিক্ষোভ

 ক্যানিং রেল স্টেশন এলাকায় হকারদের বিক্ষোভ 



নিজস্ব প্রতিনিধি|  ক্যানিং|শনিবার বিকালে শিয়ালদহ দক্ষিণ শাখার ক্যানিং স্টেশন চত্বরে আইএনটিটিইউসির ডাকে এবং ক্যানিং-১ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পরেশরাম দাসের নেতৃত্বে কয়েকশো হকার বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখায়।ক্যানিং স্টেশন চত্বরে দিনের পর দিন রেলের জমিতে অবৈধ জবরদখল নির্মাণ বেড়েই চলেছে।এমনকি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ক্যানিং রেলের জমিতে অবৈধ ভাবে চলছে পাকা ঘরবাড়ি নির্মাণ।



পাশাপাশি ক্যানিং প্লাটফর্মের উপর অবৈধ দোকানপাটের সংখ্যা বেড়েই চলেছে।ফলে রেল নিত্যযাত্রীরা ট্রেনে ধরতে এবং প্লাটফর্মের উপর যাতায়াতে চরম দুর্ভোগে মধ্যে পড়ে।আর এই খবর রেলের ঊর্ধতন কতৃপক্ষ জানার পর রেল নড়েচড়ে বসে।রেল কতৃপক্ষ মাইকিং করে অনুরোধ করে বলেন প্লাটফর্মে উপর অবৈধ জবরদখল করে দোকানপাট এবং ক্যানিং রেলের জমিতে অবৈধ ভাবে জবরদখল করে দোকানপাট ও অবৈধ নির্মাণ করছে তারা যেন রেলের জমি থেকে উঠে যায়।আর এই মাইকিং করা পর এদিন যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কয়েকশো হকাস ক্যানিং স্টেশন চত্বরে বিক্ষোভ দেখায়।বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন দোকানদারি করে এবং হকারি করে কোনমতে সংসার চালায়।রেল তুলে দিলে  কিভাবে সংসার চালাবো।



আমরা দাবি করছি রেল আমাদের লিজ দিক।সেই লিজের জায়গায় দোকানদারি করবো।তারা আরও অভিযোগ করে বলে রেল এই সব দোকানপাট উচ্ছেদ করলে আগামীদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবো।দক্ষিণ ২৪ পরগনার পূর্ব জেলার বিজেপির যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক অসীত মন্ডল বলেন তৃণমূলের বেশ কিছু প্রভাবশালী নেতা লক্ষ লক্ষ টাকা পকেটে ভরে ক্যানিং রেলের জমি চুরি করে অবৈধ ভাবে জবরদখল চলছে।রেল কতৃপক্ষের উচিত পূর্ণ তদন্ত করে এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া।ক্যানিং রেলের নল পুকুরটি ভরাট করে অর্বাধে চলছে জবরদখল।রাজ্য সরকারের উচিত ছিল এই সমস্ত হকারদের জন্য কোন একটা জায়গায় মার্কেট করে দেওয়া।কিন্তু এই তৃণমূল সরকার করেনি।রাজ্য বিজেপি ক্ষমতায় এলে এই সমস্ত অসহায় হকারদের সঙ্গে নিয়ে হাকার মার্কেট করে দেওয়া হবে স্থায়ী ভাবে।ভারতের রেল জাতীয় সম্পদ এটা আমাদের সকলকেই বুঝতে হবে।

Post a Comment

0 Comments