ঝড়খালীতে বাঘের আক্রমণে নিহত এক মৎস্যজীবী
প্রশান্ত সরকার |ঝড়খালীঃ সরস্বতী পুজোর আগের রাতে ঘটে গেল বিপদ। সুন্দরবনে ঝড়খালীর ৪ নাম্বার গ্রামের মাস্টার পাড়ার বাসিন্দা সৌমেন রায় (৩২)সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হয়। গত ১৩ ফেব্রুয়ারিতে চার সঙ্গীকে নিয়ে ছেড়া মাতলার জঙ্গলের কাঁকড়া ধরতে গেছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সুন্দরবনের খারিতে কাঁকড়া ধরার সময় আচমকা বাঘ এসে আক্রমণ করেন। সঙ্গীরা বাঁচানোর চেস্টা করলে ও বাঁচাতে পারলো না সৌমেন রায় কে। তবে সৌমেনের নিহত দেহটি বাঘের মুখ থেকে ছিনিয়ে এনেছেন চার সঙ্গীরা। সঙ্গীরা হলেন নরেশ মৃধা, দয়াল সরদার, পরিতোশ রায়, পরেশ মৃধা।
সৌমেনের মৃতদেহ গ্রামে নিয়ে আসতে সৌমেনের স্ত্রী কদম রায় ও ৭ বছরের মেয়ে পাপিয়া রায় কান্নায় ভেঙে পরেন। পরিবারের আত্মীয় স্বজনরা ও ভেঙে পড়েন। সেইসাথে গ্রাম প্রতিবেশীররা বাড়িতে ভিড় জমিয়ে শোক প্রকাশ করেন।
0 Comments
Welcome