বাসন্তী হাইওয়ে ভেঙে পড়লো খালে
নূরসেলিম | বাসন্তী : দুপুর বেলা হঠাৎ খালে ভেঙে পড়লো বাসন্তী হাইওয়ে । বুধবার সকালে বাসন্তীর গৌদাস পাড়ার কাছে বাসন্তী হাইওয়ে তে ফাটল লক্ষ্য করে পথ চলতি মানুষ । সেই খবর পাওয়া মাত্র ঘটনা স্থলে আসে বাসন্তী থানার পুলিশ । তার পর থেকে ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয়, কিন্তূ বিপদজনক ভাবে হচ্ছিলো যান চলাচল।
তার পর হঠাৎ দুপুর ২:৩০ মিনিট নাগাদ ঐ রাস্তা হুড়মুড়িয়ে ভেঙে পড়লো খালে । যদিও এখনো পর্যন্ত আহত বা নিহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি । সাধারণ ভাবে অসুবিধায় পড়েছে পথ চলতি সাধারণ মানুষ সেই সঙ্গে আজ সুন্দরবনের রেল সম্পসারণ নিয়ে বাসন্তীর সোনাখালীতে রয়েছে " নাগরিক কনভেনশন " সেখানে যোগ দেওয়ার কথা সুন্দরবনের জনসাধারনের, এরই মধ্যে এই বিপর্যয়। স্বাভাবিক ভাবে ক্ষিপ্ত সুন্দরবনবাসী । ঘটনা স্থলে এসেছে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ।
0 Comments
Welcome