Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনে ২০২১ এ নির্বাচনী প্রশিক্ষণ শুরু হল

 সুন্দরবনে ২০২১ এ নির্বাচনী প্রশিক্ষণ শুরু হল   



ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা দ্বারিকানাথ বালিকা বিদ্যালয়,সেন্ট গ্যাব্রিয়েল হাইস্কুলে শুরু হল ২০২১ এ বিধানসভা নির্বাচনের নির্বাচনী প্রশিক্ষণ।বিভিন্ন দফতরের ১৬,০৮৬ জন সরকারি কর্মীরা এই প্রশিক্ষণ নিচ্ছে।শুক্রবার থেকে শুরু হয় ২০২১ এ বিধানসভা নির্বাচনের প্রশিক্ষণ।তবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কবে ভোট হবে তার দিনক্ষণ ঘোষণা করেনি।আর তারই আগে শুরু হল নির্বাচনী প্রশিক্ষণ।এই নির্বাচনী প্রশিক্ষণে উপস্থিত আছে ক্যানিং মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা,ক্যানিং-১ ও ২, বাসন্তী, গোসাবা বিডিও সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা।বর্তমানে করোনা ভাইরাস অতি মহামারী সময় কালে এই নির্বাচন কেন্দ্র করে ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বাস্থ্য বিধি নিয়ম কানুন।



এবারে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে বিশেষ করে পোলিং অফিসার, ফিসাইডিং অফিসার কোভিড ভ্যাকসিন দেওয়া হবে।প্রথম পর্যায়ে ১৯ থেকে ২২ ফ্রেবুয়ারি পর্যন্ত  চলবে এই প্রশিক্ষণ।আবার দ্বিতীয় পর্যায়ে আগামী ২৮ ফ্রেবুয়ারি থেকে শুরু হবে ২০২১ এ নির্বাচনী প্রশিক্ষণ শিবির।ক্যানিং মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা বলেন ২০২১ এ রাজ্যে বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করে প্রথম পর্যায়ে নির্বাচন প্রশিক্ষণ শুরু হল।১৯ থেকে ২২ ফ্রেবুয়ারি পর্যন্ত প্রথম পর্যায়ে প্রশিক্ষণ চলবে।আবার দ্বিতীয় পর্যায়ে প্রশিক্ষণ শুরু হবে।তবে এবারে সকল পোলিং অফিসার প্রিসাইডিং অফিসারদের কোভিড ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছে বিভাগীয় দফতর।

Post a Comment

0 Comments