Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং যুব সমাজের উদ্যোগে পালিত হলো ' আন্তর্জাতিক মাতৃভাষা দিবস '

 ক্যানিং যুব সমাজের উদ্যোগে পালিত হলো ' আন্তর্জাতিক মাতৃভাষা দিবস '

ক্যানিং যুব সমাজের উদ্যোগে পালিত হলো ' আন্তর্জাতিক মাতৃভাষা দিবস '

নূরসেলিম লস্কর | ক্যানিং  : আজ ২১ ফেব্রুয়ারি, রবিবার  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে এই দিনটি বহু শহিদের রক্তে রাঙা। এই দিনটির কথা স্মরণ করে অন্তত এই একটি দিন সমস্ত বাঙালিকে বাংলা ভাষায় কথা বলার অনুরোধ জানালেন ক্যানিং যুব সমাজের সদস্যরা । রবিবার ক্যানিং বাস স্ট্যান্ডে অস্থায়ী শহীদ বেদি তৈরী করে , প্রদীপ প্রজ্জল ও শহীদ বেদিতে মাল্যদান করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলো ক্যানিং যুব সমাজ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠন । এই দিন ক্যানিং যুব সমাজের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী তথা কবি ফারুক আহমেদ সরদার, শুভ্র হালদার সহ আরো বিশিষ্ট জনেরা ।

Post a Comment

0 Comments