খুলছে স্কুল ! সচেতনতা বার্তার হ্যান্ডবিল বিতরণ সমাজসেবীর
নূরসেলিম লস্কর | ক্যানিং : করোনা ভাইরাসের প্রকোপে গত মার্চ মাস থেকে স্কুলে গিয়ে পঠনপাঠন বন্ধ রয়েছে বাংলায় । অনলাইনে ক্লাস হলেও স্কুলে গিয়ে পঠনপাঠন চালু করেনি রাজ্য সরকার । যদিও আমাদের পড়শি রাজ্য অসম সহ ত্রিপুরায় শুরু হয়েছে পঞ্চমশ্রেণী থেকে পঠনপাঠন, তবে অসম ত্রিপুরার পথে না হেঁটে স্কুল গুলোকে জীবাণু মুক্ত করে ভেবে চিনতে পরিশেষে আগামী ১২ তারিখ থেকে স্কুল খোলার কথা ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী। তবে স্কুল খোলার জন্য সরকারের তরফ থেকে জারি হয়েছে কিছু নির্দেশাবলী, আর স্কুল কথা শুনার পর থেকে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক দের মধ্যে শুরু হয়েছে ভয় ও আনন্দের দলাচল । আর ছাত্র-ছাত্রী ও অভিভাবক দের এই দলাচল কাটাতে সোমবার বিকালে ক্যানিং এর সঞ্জয়পল্লী গ্রামে সুন্দরবনের বিশিষ্ট সমাজসেবী ফারুক আহমেদ সরদার কে দেখা গেল ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক দের হাতে সরকারি নির্দেশিকা সহ নানা সচেতনতার বার্তা সম্বোলিত হ্যান্ডবিল বিতরণ করতে । এই হ্যান্ডবিল পাওয়ার পর এক অভিভাবক জানান ' স্কুল খোলার কথা শুনে মনে কিছু প্রশ্ন উঠছিলো সঙ্গে ভয়ও লাগছিলো, তবে ফারুক বাবুকে ধন্যবাদ এভাবে আমাদের প্রশ্ন ও ভয় গুলোকে দূর করার জন্য । আর এরকম এক উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে ফারুক বাবু বলেন " করোনার ফলে দীর্ঘ দিন পর স্কুল খুলছে, এটা ছাত্র ছাত্রীদের কাছে যতটা আনন্দের আবার ততটা ভয়ের । তাই সে কারণে ছাত্র-ছাত্রীদের সহ অভিভাবকগণকে করোনা সচেতনতা বার্তা ও সরকারি নির্দেশিকা হ্যান্ড বিল আকারে ছেপে ছাত্রছাত্রীদের মধ্যে বিলি করে।সচেতন করে তোলা এবং স্কুলের পঠন পাঠন তারা যাতে ভালো ভাবে মনোনিবেশ করতে পারে তাই আজ এই উদ্যোগ" ।
0 Comments
Welcome