সুন্দরবনে পানীয় জলের হাহাকার,পানীয় জলের দাবিতে গ্রামবাসীদের বিক্ষোভ রাস্তা অবরোধ
নিজস্ব প্রতিনিধি | ক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাতলা-১ ও ২,দিঘীরপাড়,গোপালপুর, ইটখোলা সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত গুলিতে দীর্ঘ এক মাস ধরে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে।সুন্দরবনে ভূগর্ভস্থ জলের স্তর নীচে নেমে যাওয়ার ফলে গভীর পানীয় জলের নলকূপ গুলিতে জল ওঠা বন্ধ হয়ে গেছে।পানীয় জলের নলকূপ আছে, কিন্তু সেই নলকূপে পানীয় জল উঠছে না।পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি,জেলা পরিষদ স্তরের ব্যর্থতায় সুন্দরবনের পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে এমনি মত সাধারণ মানুষজন থেকে শুরু করে রাজনৈতিক মহলে।
শনিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পানীয় জলের দাবিতে কয়েকশো গ্রামবাসী ক্যানিং হেড়োভাঙ্গা সড়ক পথের জামিনীর মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশবাহিনী।পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে বিক্ষোভ তুলে দেয়।বিক্ষোভকারীরাঅভিযোগ করে বলে আজ পর্যন্ত পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জলের সাপ্লাই গড়ে ওঠেনি।নলকূপ পানীয় জলের উপর নির্ভরশীল। আর সেই পানীয় জলের নলকূপে প্রায় এক মাস ধরে জল উঠছে না।যাদের টাকা আছে তারা জল কিনে খাচ্ছে।আর গরীব মানুষ গুলি পানীয় জলের জন্য হাহাকার করছে।গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি,জেলা পরিষদের ব্যর্থতায় আজ পর্যাপ্ত পরিমাণে পানীয় জলের সাপ্লাই গড়ে ওঠেনি।এদিকে মাতলা-১ গ্রাম পঞ্চায়েতের মানুষজন ক্ষোভের সঙ্গে অভিযোগ করে বলেন প্রায় এক মাস ধরে নলকূপে পানীয় জল নেই।গ্রাম পঞ্চায়েত নীরব দর্শক হয়ে বসে আছে সব কিছু জেনে শুনে।ক্যানিং-১ ব্লকের বিজেপির নেতা মৃনাল মন্ডল বলেন গ্রাম পঞ্চায়েত গুলির প্রধান,উপ প্রধান,পঞ্চায়েত সদস্যরা অপদার্থ।তারা কাটমানি নিয়ে ব্যস্ত।তাই আজ পানীয় জলের সমস্যা নিয়ে তাদের চিন্তা নেই।বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে এই সব সমস্যার সমাধান করা হবে।মানুষই এর যোগ্য জবাব দেবে ২০২১ এ।মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান উত্তম দাস বলেন পৃথিবী জুড়ে পানীয় জলের সমস্যা আছে।তবে পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য সরকার সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।যেহেতু ভোট ডেকে দিয়েছে নির্বাচন কমিশন।তবে পানীয় জলের সমস্যা সমাধানের জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এদিকে ক্যানিং পশ্চিম,বাসন্তী বিধানসভা কেন্দ্রে যে ভাবে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে তাতে আগামী দিনে ভোট ব্যাঙ্কে বড়সড় ফাটল ধরতে পারে শাসক দলের মধ্যে এমনি মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
0 Comments
Welcome