Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

বাসন্তীতে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির

 বাসন্তীতে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির



পলাশ তরফদার - ঝড়খালীঃ দক্ষিণ 24 পরগনা জেলার প্রত্যন্ত বাসন্তী ব্লকের যেসমস্ত প্রতিবন্ধীদের এখনো পর্যন্ত সার্টিফিকেট হয়নি তাদেরকে নানা বিধ সমস্যার কথা ভেবেই মানবিক মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন ব্লকে ব্লকে শুরু হয়েছে প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির। মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুয়ারে দুয়ারে সরকার নির্দেশকে মাথায় রেখে বাসন্তী ভিডিও সাহেব সৌগত সাহা উদ্যোগে বুধবার এবং বেস্পতিবার সকালে প্রতিবন্ধীদের সনাক্তকরণ শিবির আয়োজন করা হয়েছে। বাসন্তী সেন্ট টেরিজা বালিকা বিদ্যালয়ে। বাসন্তী ব্লকের বিভিন্ন প্রান্তে থেকে মোট 313 জন প্রতিবন্ধী মানুষ উপস্থিত হয়েছিল। এই শিবিরে বাসন্তী ভিডিও অফিসের সাথে সাহায্যের জন্য সমান সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ওয়ার্ল্ড ভিশন ইন্ডিয়া। সুন্দরবনের প্রত্যন্ত দূরদূরান্ত গ্রামের থেকে যে সমস্ত সাধারণ মানুষ প্রতিবন্ধী কার্ড করার জন্য উপস্থিত হয়েছিল তাদের দুপুরের আহার এর ব্যবস্থা করা হয়।

Post a Comment

0 Comments