Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

মুখ্যমন্ত্রীর বাজেটে "বাসন্তী হাইওয়ে"

 মুখ্যমন্ত্রীর বাজেটে "বাসন্তী হাইওয়ে"



 নুরসেলিম লস্কর | বাসন্তী : ২০২১  বিধানসভা নির্বাচনের আগে দ্বিতীয় তৃণমূল সরকারের বিদায়ী বাজেট ঘোষণায় এক গুচ্ছ চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যার মধ্যে সুন্দরবনের জন্য মুখ্যমন্ত্রীর ঘোষণা "বাসন্তী কলকাতা হাইওয়ে " ৪ লেনের রাস্তা, ৫ বছরে নতুন ৪৬হাজার গ্রামীণ রাস্তার জন্য বরাদ্দ ৫০০ কোটি টাকা । আর সেখানে স্বপ্ন দেখতে শুরু করেছে সুন্দরবনবাসী । আর কেন্দ্র সরকারের বাজেট ঘোষণার পর যখন সুন্দরবনের মানুষের রেল থেকে শুরু করে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন শীত ঘুমে চলে গিয়েছে তখন মুখ্যমন্ত্রীর বাজেটে সুন্দরবনের প্রবেশ পথ বাসন্তী হাইওয়ে ৪লেনের ঘোষণা কিছুটা অক্সিজেন পাবে সুন্দরবনবাসী বলে মনে করেছেন রাজনৈতিক মহল । রাজনৈতিক মহলের একাংশের মতে বাংলার বিধানসভা নির্বাচনের আগে বাসন্তী হাইওয়ে ৪লেনের ঘোষণা করে কিছুটা সুন্দরবনবাসীর আবেগের পালে হাওয়া দিলেন মুখ্যমন্ত্রী ।এছাড়াও এদিন বাজেট পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, 'তফশিলি জাতি, উপজাতি ও আদিবাসীদের জন্য আগামী ৫ বছরে ২০ লাখ বাড়ি নির্মাণ করা হবে'। রাজ্য বাজেটে 'মা' ও 'মাতৃবন্দনা' নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। যাত্রী পরিবহণে সব যানবাহনের ক্ষেত্রে ১ জানুয়ারি, ২০২১ থেকে ৩০ জুন, ২০২১ পর্যন্ত রোড ট্যাক্স সম্পূর্ণ মকুবের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।পাশাপাশি 'দুয়ারে সরকার' ও 'পাড়ায় সমাধান' কর্মসূচি বছরে দু’বার করে অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা করা হয়েছে রাজ্য বাজেটে। জানানো হয়েছে, প্রথমটি অগাস্ট-সেপ্টেম্বর মাস ও দ্বিতীয়টি ডিসেম্বর-জানুয়ারি মাসে হবে। তফশিলি জাতি উপজাতিভুক্ত ও গরিব মানুষের জন্য রাজ্যে ১০০টি নয়া ইংরেজি মাধ্যম স্কুল তৈরির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। অসুস্থতার কারণে অর্থমন্ত্রী অমিত মিত্র এবারের বাজেট পেশ করেননি। এমনই জল্পনা প্রশাসনিক মহলে। তাঁর পরিবর্তে আজ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই বাজেট পেশ করেন। প্রসঙ্গত, ১৯৮৬ সালে বামফ্রন্ট শাসনের সময়, অর্থমন্ত্রী অশোক মিত্র পদত্যাগ করায় মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাজেট পেশ করেছিলেন। কিন্তু, তবে অর্থমন্ত্রী মন্ত্রিসভার সদস্য থাকা সত্ত্বেও পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বাজেট পেশ করতে হচ্ছে- এই নজির মনে করতে পারছেন না রাজ্য রাজনীতির বিশেষজ্ঞরা।এদিন, বাজেট পেশের সময় হই-হট্টগোল শুরু করেন বিজেপি  বিধায়করা। যার জেরে একসময় বাজেট পেশ স্থগিত রাখেন মুখ্যমন্ত্রী। এ হেন আচরণের নিন্দা করেন স্পিকারও। এরপর বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি  বিধায়করা।

    বাজেট পেশের মধ্যে মুখ্যমন্ত্রী বলেন 'রাস্তা হবে মসৃন, সরকার টাও হবে মসৃন '

Post a Comment

0 Comments