Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিংয়ে বিজেপির পরিবর্তন যাত্রা রথ আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে

 ক্যানিংয়ে বিজেপির পরিবর্তন যাত্রা রথ আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে 



ক্যানিং|আগামী ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরবে বিজেপির পরিবর্তন যাত্রার রথ।আর এই পরিবর্তন যাত্রার রথ ক্যানিং আগমনকে কেন্দ্র করে বিজেপির প্রস্তুতি তুঙ্গে।শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বন্ধুমহল প্রাঙ্গণে বিজেপির তরুণ তুর্কী নেতা তথা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার বিজেপির যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক অসিত মন্ডলের নেতৃত্বে বিজেপির পরিবর্তন যাত্রার রথ ক্যানিং আগমন নিয়ে প্রস্তুতি বৈঠক হয়।



এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলার মহিলা মোর্চার সহ সভানেত্রী মায়া বাগ, বিজেপির ক্যানিং-১ মন্ডল কমিটির সাধারণ সম্পাদক পবিত্র পাত্র, বিজেপির কনভেনার দিলীপ বৈদ্য,বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভদীপ দাস,বিজেপির মহিলা মোর্চার নেত্রী রুমা মন্ডল   কাকলী নস্কর প্রমূখ।এদিন বিজেপির পরিবর্তন যাত্রার রথ ক্যানিং আগমনের প্রস্তুতি শেষ বিকালে বিজেপির একটি মিছিল বের হয়।সেই মিছিলে সামিল হয় কয়েকশো মহিলা।পাশাপাশি কয়েকশো সাধারণ মানুষজন মিছিলে অংশগ্রহণ করেন।বিজেপির মিছিলটি ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাতলা-১ ও ২,দিঘীরপাড় সহ বিভিন্ন অঞ্চলে পরিক্রমা করে।

মিছিলের শেষ বিজেপির দক্ষিণ ২৪ পরগনা পূর্ব জেলার প্রাক্তন যুব মোর্চার সাধারণ সম্পাদক অসিত মন্ডল বলেন আগামী ২৩ ফেব্রুয়ারি বিজেপির পরিবর্তন যাত্রার রথ ক্যানিং আগমন ঘটবে।আর এই পরিবর্তন যাত্রার রথ কে কেন্দ্র করে একটি প্রস্তুতি বৈঠক এবং বিজেপির মিছিল বের হয়।তিনি আরও বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী নেতৃত্বে এ রাজ্যে পরিবর্তনের পরিবর্তন ঘটবে ২০২১ বাংলার মানুষের আশীর্বাদে।ক্যানিং মহকুমা ৪ টি বিধানসভা শুধু নয়,জেলার ৩১ টি বিধানসভা  আসনে ৩১ টিতে বিজেপির প্রার্থীরা জয় লাভ করবে মানুষের আশীর্বাদে।

Post a Comment

0 Comments