রাস্তার মাঝে ক্যারাম ক্রিকেট খেলে রেল লাইনের উপর বসে পড়লো বনধ্ সমর্থকরা,সাড়া পড়লো না তেমন ভাবে বনধে
ক্যানিং|শুক্রবার বাম কংগ্রেস যৌথভাবে ১২ ঘন্টার বনধ্ ডেকেছিল।আর দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিং মহকুমায় এলাকায় সেই বনধে তেমন প্রভাব পড়লো না। রাজ্যে নতুন শিল্প,বেকারদের চাকরি সহ অন্যান্য একগুচ্ছ দাবি নিয়ে বৃষ্পতিবার বামফ্রন্ট ও কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠন নবান্ন অভিযানে ধুন্ধুমার কান্ড ঘটে।
তারই প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টার বনধ এর ডাক দেয় বাম কংগ্রেস সংগঠন।আর সেই বনধে তেমন ভাবে প্রভাব পড়লো না সুন্দরবনের ক্যানিং মহকুমা।এদিন সকাল থেকে বনধে কোন সাড়া শব্দ দেখা যায়নি।তবে কিছুটা বেলা বাড়ার সাথে সাথে বিক্ষিপ্ত ভাবে বনধ সমর্থকরা ক্যানিং বারুইপুর সড়ক পথে ক্রিকেট ও ক্যারাম বোর্ড খেলে অভিনব ভাবে সড়ক পথ অবরোধ করে।আবার শিয়ালদহ দক্ষিণ শাখার ঘুটিয়ারি শরিফ স্টেশনে রেল লাইনের উপর বসে ও দাঁড়িয়ে রেল অবরোধের চেষ্টা করে।তবে কিছুক্ষণের মধ্যেই রেল পুলিশ বনধ সমর্থকদের হটিয়ে দেয় এবং পুলিশ সড়ক পথে বনধ অবরোধকারীদের হটিয়ে দেয়।ফলে যান বাহন ও রেল চলাচল স্বাভাবিক হয়ে যায়।
0 Comments
Welcome