Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

স্বরস্বতী পূজা উপলক্ষে বাসন্তীতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 স্বরস্বতী পূজা উপলক্ষে বাসন্তীতে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 



নুরসেলিম লস্কর | বাসন্তী : আজ সরস্বতী পুজো ৷ বাগদেবীর আরাধনায় মত্ত গোটা রাজ্য ৷ ভোরবেলা থেকেই বাড়িতে বাড়িতে  শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোর ৷ সকাল থেকেই ঘরে ঘরে উলুর ধ্বনি, শাঁকে ফুঁ ৷ কলম দেওয়া দোয়াতের ওপর নারেকলি কুল ৷ আজ আবার খুদেদের হাতে খড়িরও দিন ৷ চলে পুষ্পাঞ্জলি, ফলপ্রসাদ ও ভোগ বিতড়ণ। ধূপের গন্ধে গোটা ঘরে পুজো পুজো ভাব, ছাত্র ছাত্রীদের পাঞ্জাবী, শাড়ি পড়ে স্কুলে যাওয়ার জন্য তাড়াহুড়ো । কিন্তূ এবছর সব অনুষ্ঠান হচ্ছে একটু অন্য ভাবে কারণ? করোনা । করোনার জন্য স্কুল গুলোতে স্বরস্বতী পূজা না হলেও পাড়ায় পাড়ায় চলছে বাগদেবীর আরাধনা । সেই মতো এদিন দক্ষিণ চব্বিশ পারগানার বাসন্তীর চোরাডাকাতিয়া গ্রামেও হলো বিদ্যার দেবীর আরাধনা।

     এই পূজার উদ্যোক্তা চোরাডাকাতিয়া ভাই ভাই সংঘ, এদিন সকালে পূজার পর ছোটদের হাতে খড়ি অনুষ্ঠান হয় এবং সঙ্গে আট দলের ফুটবল খেলারও আয়োজন করেছিল পূজা উদ্যোক্তারা । সন্ধ্যায় গ্রামের শিশুদের নিয়েও সাংস্কৃতিক অনুষ্ঠানও করে উদ্যোক্তারা । করোনা পরিস্থিতি কাটিয়ে উঠে ছন্দে ফিরতে শুরু করার মধ্যে গ্রামের এই অনুষ্ঠানে সাধারণ মানুষের ভিড় ছিল দেখার মতো ।

Post a Comment

0 Comments