Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনের ক্যানিং মহকুমায় বিজেপির তরুণ তুর্কী নেতা অসীত মন্ডল মানুষের পাশে মানুষের কাছে

 সুন্দরবনের ক্যানিং মহকুমায় বিজেপির তরুণ তুর্কী নেতা অসীত মন্ডল মানুষের পাশে মানুষের কাছেক্যানিং|দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা ৪ টি বিধানসভা কেন্দ্রে।এই গুলি হল ক্যানিং পূর্ব ও পশ্চিম,বাসন্তী,গোসাবা বিধানসভা।বর্তমানে সুন্দরবনের ক্যানিং মহকুমা প্রায় ১৮ লক্ষ মানুষের বসবাস।জল জঙ্গল সোঁদা মাটির নোনা জলে শাসক দলের শক্তঘাটি।২০১১ সালে বিধাসভা নির্বাচনে বাসন্তী ও ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে জয়ী হয়ে ছিল বামফ্রন্টের সুভাষ নস্কর ও আব্দুল রেজ্জাক মোল্লা।এই সালে রাজ্যে বাম সরকার তাসের ঘরের মতন ভেঙে পড়লেও ক্যানিং পূর্ব ও বাসন্তী বিধানসভা কেন্দ্র দুটি অটুক ছিল লাল দুর্গ।তবে ২০১৬ সালে বিধাসভা নির্বাচনে ক্যানিং পূর্ব ও বাসন্তী লাল দুর্গ ভেঙে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সওকাত মোল্লা ও গোবিন্দ চন্দ্র নস্কর।ফলে ক্যানিং পূর্ব ও পশ্চিম,বাসন্তী,গোসাবা বিধানসভা গুলিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হয় এবং সবুজ দুর্গ হিসাবে পরিচিত হয়।২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির এই সব বিধানসভা গুলিতে তেমন ভাবে ফল ভালো করতে পারেনি।ফলে দক্ষিণ ২৪ পরগনার জেলার ৪ টি লোকসভা আসনে ৪ টি তে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।এরপর পঞ্চায়েত নির্বাচনে ও বিজেপি তেমন ভাবে সংগঠন গড়ে তুলতে পারেনি।যার ফলে এই জেলার বেশির ভাগ পঞ্চায়েত গুলি তৃণমূল কংগ্রেসের দখলে।তবে পঞ্চায়েত নির্বাচনে পর থেকে বিজেপির সংগঠনিক শক্তি হিসেবে উঠে আসতে শুরু করে ক্যানিং পূর্ব ও পশ্চিম,বাসন্তী,গোসাবা বিধানসভা গুলিতে।পাশাপাশি গেরুয়া শিবিরে ভিড় জমাতে থাকে যুব শক্তি।আর এই যুব শক্তিকে সঠিক ভাবে কাজে লাগিয়ে শাসক দলের বিভিন্ন প্রকল্পের দুনীর্তিকে হাতিয়ার করে আন্দোলনে নেমে পড়ে সুন্দরবনের তরুণ তুর্কী বিজেপির যুব মোর্চার দক্ষিণ ২৪ পরগনার পূর্ব জেলার প্রাক্তন সাধারণ সম্পাদক অসীত মন্ডল।তিনি কখনও মহত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের ১০০ দিনের কাজে দুনীর্তি, কখনও প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দুনীর্তি সহ বিভিন্ন প্রকল্পের দুনীর্তি নিয়ে আন্দোলনে নেমে পড়ে রাস্তাঘাটে।এমনকি এই সমস্ত দুনীর্তি নিয়ে বহুবার তারই নেতৃত্বে ডেপুটেশন তুলে দেয় সরকারি বিভাগীয় দফতর গুলিতে।ফলে বিজেপির এই তরুন তুর্কী নেতা অসীত মন্ডলের নাম ছড়িয়ে পড়ে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়।দক্ষিণ ২৪ পরগনার পূর্ব জেলার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক অসীত মন্ডলের নেতৃত্বে ক্যানিং মহকুমা জুড়ে বিজেপির আন্দোলনে ঝড় ওঠে ঘূর্ণিঝড় আমফান দুনীর্তি নিয়ে।ফলে শাসক দলের ভাঙন শুরু হয়ে যায় পঞ্চায়েত স্তরে বিভিন্ন প্রকল্পের দুনীর্তির আখড়া গড়ে ওঠায় এমনি মত রাজনৈতিক মহলে।পাশাপাশি শাসক দলের গোষ্ঠী কোন্দলে গেরুয়া শিবিরে আরও বেশি করে ভিড় জমতে থাকে।প্রতিদিন তৃণমূল,সিপিএম,কংগ্রেস কর্মীরা সমর্থকরা দলে দলে বিজেপিতে যোগদান করছে।কিছু দিন আগে বারুইপুরে বিজেপির যোগদান মেলায় ক্যানিং পূর্ব ও পশ্চিম,বাসন্তী,গোসাবা বিধানসভা কেন্দ্রে থেকে তৃণমূলের কর্মী সমর্থক,নেতা প্রকাশ্যে বিজেপিতে যোগদান করেন।এমনকি ক্যানিং-১ ব্লকের তৃণমূলের সহ সভাপতি অর্নব রায়,গোসাবা তৃণমূলের চিত্র প্রামাণিক,বাসন্তীর তৃণমূলের জালাল সরদারের মতন নেতারা বিজেপিতে যোগদান করে।ফলে ক্যানিং মহকুমা এই বিধানসভা গুলিতে তৃণমূলের শক্তিঘাটিতে ভাঙন ধরেছে।এদিকে রাজ্যে ২০২১ এ বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে এসেছে।ফলে যেভাবে তৃণমূলের ভাঙন শুরু হয়েছে তাতে শাসক দলের চিন্তার ভাঁজ বেড়েই চলেছে।এমনকি ক্যানিং পূর্ব ও পশ্চিম,বাসন্তী, গোসাবা বিধানসভা কেন্দ্র গুলিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনি মত রাজনৈতিক মহলে।আর গেরুয়া শিবিরের তরুন তুর্কী বিজেপি নেতা অসীত মন্ডল যুব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে মানুষের দুয়ারে দুয়ারে।তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলি এবং প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি আর্দশ তুলে ধরছেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে।বর্তমানে বিজেপির জেলা সদস্য তথা বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিজেপির অবজারভার অসীত মন্ডল।সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম গুলিতে বিজেপির এই তরুণ তুর্কী নেতা অসীত মন্ডল মানুষের পাশে মানুষের কাছে হিসাবে পরিচয় হয়ে উঠেছে।ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের মাতলা-২ গ্রাম পঞ্চায়েতের রাজারলাট পুরাতন চাঁদনী গ্রামের বাসিন্দা অসীত মন্ডল।ক্যানিং মাতলা নদীর পাড়ে তার বসবাস।সেখানে জেলে সম্প্রদায়ের মানুষের বসবাসটা বেশি।ফলে তাদের জীবিকা নদী খালে বিলে মাছ কাঁকড়া ধরে এবং দিনমজুরি কাজ করে। গত পঞ্চায়েত নির্বাচনে ক্যানিং-১ পঞ্চায়েতে সমিতিতে বিজেপির প্রার্থী হয়ে ছিল বিজেপির নেতা অসীত মন্ডলে স্ত্রী রুমা মন্ডল।তবে তিনি পরাজিত হয়ে ছিল তৃণমূলের প্রার্থীর কাছে।এমনকি সেই সময় বিজেপির নেতা অসীত মন্ডলের ঘরবাড়ি ভাঙচুর করে ছিল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এবং তৃণমূলের দুষ্কৃতীদের তান্ডবে ঘর ছাড়া হয়ে ছিল বিজেপির নেতা অসীত মন্ডল এমনি অভিযোগ।দক্ষিণ ২৪ পরগনার পূর্ব জেলার যুব মোর্চার প্রাক্তন সাধারণ সম্পাদক অসীত মন্ডল বলেন নরেন্দ্র মোদীজীর আর্দশকে সামনে রেখে বিজেপির একজন কর্মী হিসাবে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করে চলেছি।২০২১ সালে শুধু ক্যানিং পূর্ব ও পশ্চিম,বাসন্তী, গোসাবা নয় এই জেলার ৩১ টি বিধানসভা আসনে ৩১ টিতে বিজেপির প্রার্থীরা জয়ী হবে।এমনকি বিজেপির সরকার গঠন করবে বলে আমি আশাবাদী।ফলে গড়ে উঠবে সোনার বাংলা।

Post a Comment

0 Comments