Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

সুন্দরবনে ফের বাঘের দেখা, পর্যটক দের ক্যামেরাবন্দি সুন্দরবনের রাজা

 সুন্দরবনে ফের বাঘের দেখা, পর্যটক দের ক্যামেরাবন্দি সুন্দরবনের রাজা নূরসেলিম | সুন্দরবন : শীতকাল সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের মনে সুন্দরবন দেখার থেকে সুন্দরবনের রাজাকে দেখার সুপ্ত ইচ্ছে বরাবরই বেশি থাকে । তবে পর্যটকদের সেই ইচ্ছে কে এবারে যেন একটু বেশি সন্মান করতে দেখা গেল বাঘ মামাকে । করোনার জন্য এবারে পর্যটকদের আনাগোনা বেশ কম ছিল সেই সুযোগে, নির্ভয়ে গভীর জঙ্গল থেকে বাইরে বেরিয়ে আসছে ,মনের মধ্যে রোমাঞ্চ জাগানো হলুদ-কালোয় ডোরাকাটা রয়্যাল বেঙ্গল টাইগার। কখনও নদীর ধারে বসে রোদ পোহাতে দেখা গিয়েছে তাকে, আবার কখনও তার ডেরার আশপাশেই পায়চারি করেছে সে। সেই সব মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন পর্যটকেরা। তেমনি সোমবার বিকালে সুন্দরবনের পীরখালী জঙ্গলে পর্যটকদের দেখা মিললো রয়্যাল বেঙ্গল টাইগারের, নদীতে সাঁতার দিয়ে পার হওয়ার সময় । সেই ছবি ক্যামেরা বন্দিও করেছে পর্যটকরা, আর এই বাঘ মামার দর্শনে উচ্চসিত পর্যটকরা । জানাগিয়েছে বারাসাত থেকে একদল  বাসিন্দা বেড়াতে এসে সুন্দরবনের পীরখালীতে লঞ্চে ভ্রমের সময় বাঘ টি দেখতে পান তারা ।

Post a Comment

0 Comments