Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং বাস টার্মিনাসের শুভ উদ্বোধন

 ক্যানিং বাস টার্মিনাসের শুভ উদ্বোধন 



নিজস্ব প্রতিনিধি |  ক্যানিং|সোমবার দুপুরে নেতাজী ইন্ডোর থেকে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের মাতলা অঞ্চলের গোলকুঠি এলাকায় ক্যানিং মডেল  বাস টার্মিনাসের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল,বাসন্তী কেন্দ্রের বিধায়ক গোবিন্দ চন্দ্র নস্কর,ক্যানিং পূর্ব কেন্দ্রের বিধায়ক সওকাত মোল্লা,মহকুমা শাসক রবিপ্রকাশ মিনা,ক্যানিং-১ পঞ্চায়েত সমিতির সদস্য পরেশরাম রাম দাস,ক্যানিং এসডিপিও গোবিন্দ শিকদার প্রমুখ।ক্যানিং পশ্চিম কেন্দ্রের বিধায়ক শ্যামল মন্ডল বলেন প্রায় সাড়ে ৭ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত  ক্যানিং মডেল বাস টার্মিনাসের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তবে এই বাস টার্মিনাসের এখনও ২৫ শতাংশ কাজ বাকী আছে।সেই কাজ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে।



প্রাথমিক ভাবে বিভাগীয় দফতরের সঙ্গে আলোচনার মাধ্যমে দুই চারদিনের মধ্যে এই বাস টার্মিনাস চালু হয়ে যাবে।ফলে কয়েক লক্ষ মানুষ উপকৃত হবে এবং বহু মানুষের কর্ম সংস্থান গড়ে উঠবে।পাশাপাশি উন্নয়ন ঘটবে যোগাযোগ ব্যবস্থার।রাজ্যের সর্ব স্তরের রুটের বাস এখান থেকে চলাচল করবে।

Post a Comment

0 Comments