Welcome To Sundarban TV ||সুন্দরবন টিভিতে আপনাকে স্বাগত || সুন্দরবন টিভি সুন্দরবনের মানুষের জীবন কথা

ক্যানিং - ঝড়খালী রেলের দাবিতে সোনাখালিতে " নাগরিক কনভেনশন "

 ক্যানিং - ঝড়খালী  রেলের দাবিতে সোনাখালিতে " নাগরিক কনভেনশন "



নূরসেলিম লস্কর | বাসন্তী : দীর্ঘ অপেক্ষার পর রেলের দাবিতে সুন্দরবনে নাগরিক কনভেনশন । ১৩ বছর আগে থেকে সুন্দরবনবাসি ক্যানিং টু ঝড়খালি পর্যন্ত রেললাইন সম্প্রসারনের দাবি জানিয়ে আসছে কেন্দ্র থেকে রাজ্যের বিভিন্ন মহলে, ২০০৪ সালে সুন্দরবনে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তৎকালীন লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় সেই সময় তার হাতে লক্ষাধিক সুন্দরবনবাসির স্বাক্ষর করা ক্যানিং টু ঝড়খালী পর্যন্ত রেল লাইনের দাবিলিপি তুলে দেন সুন্দরবন উন্নয়ন পরিষদের প্রাক্তন সদস্য তথা বিশিষ্ট সমাজকর্মী লোকমান মোল্লা, তারপর রেলমন্ত্রী লালু প্রসাদ যাদব থেকে শুরু করে তার পরবর্তী রেল মন্ত্রী তথা বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ২০০৯ সালের ১৪ ই নভেম্বর ক্যানিংয়ের মাতলা নদীর চড়ে ৪২ কিমি রেলপথের শিলার্নাস হয়, বরাদ্দ হয় দেড়শ কোটি টাকা। কাজও শুরু হয় তৈরি হয় ২১ টি কংক্রিটের পিলার মাতলা নদীর চরে । তারপর থেকে কোন এক অদৃশ্য কারণে সুন্দরবনবাসির রেল স্বপ্ন থমকে আছে। কেন? কি কারন? তা কারো জানা নেই। তারপর মাতলা নদীতে অনেক জল ঘোলা হলেও কোনো কাজ হয়নি ।

 তাই সমগ্র সুন্দরবন বাসি ঠিক করে তারা এবার অন্য পথে হাঁটবে সেই মতো তারা তৈরি করে একটি নাগরিক কমিটি যার মূল কান্ডারী হলেন সুন্দরবন বাসির স্বপ্নের রূপকার লোকমান মোল্লা ।

      বুধবার বাসন্তীর সোনাখালীতে ঐ নাগরিক কমিটির তরফ থেকে এক নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়। কনভেনশনে সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে আসা জনসাধারণের ভিড় ছিল লক্ষ্য করার মতো এছাড়াও এই কনভেনশনে উপস্থিত ছিলেন বাসন্তী নাগরিক কমিটির মূল উদ্যোক্তা লোকমান মোল্লা সহ ডঃ পুরভি রায়,সদস্য, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে, ১২৫তম নেতাজির জন্মবার্ষিকীর উচ্চ পর্যায়ের কমিটি,অরিন্দম আচার্য, প্রাক্তন ও / সি, কান্তি গাঙ্গুলি, প্রাক্তন মন্ত্রী, সুন্দরবন বিষয়ক বিভাগ, সুভাষ নস্কর, প্রাক্তন মন্ত্রী, সেচ ও নৌপথ বিভাগ, এছাড়াও কান্তি দেবনাথ,অমল নায়ক, আবদুল মান্নান শেখ, চন্দ্রশেখর দেবনাথ আরও বিশিষ্ট জনেরা ।

এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে ডঃ পুরভি রায় বলেন "আপনা আমার সঙ্গে থাকুন, লোকমান ভাইয়ের সঙ্গে থাকুন আমরা আপনাদের পাশে আছি, সেই সঙ্গে তিনি বলেন, যে কোন কাজ পরিপূর্ণ না করে হোক বা অর্ধসমাপ্ত করে রেখে দেওয়া টা সমাজের পক্ষে ক্ষতি। "

Post a Comment

0 Comments