স্বাবলম্বী হচ্ছে সুন্দরবনের কৃষকরা
প্রশান্ত সরকার | ঝড়খালীঃ সুন্দরবনের মানুষের প্রতিটি মুহূর্ত প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়েই এগিয়ে যাওয়ার লড়াই। সুন্দরবনের মানুষ প্রধানত নদীতে মাছ, কাঁকড়া ধরে সংসার চালান। এর পাশাপাশি এক ফসলী জমিতে কৃষি কাজ ও করেন। বর্তমানে মানুষের নদীর প্রতি আগ্রহ কমেছে। কারণ প্রতিটি মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগে বিপদের সংখ্যা বেড়েই চলেছে। সেই কারণে কিছু মানুষ ধীরে ধীরে চাষের কাজে এগিয়ে আসছেন। কিন্তু এক ফসলী লবন জমিতে ফসল ভাল ফলাতে পাচ্ছেন না কৃষকরা।
কৃষকদের দুর্দশার কথা ভেবে এগিয়ে এলেন বেসরকারি সংস্থা ইফকো টোকিও। আম্ফান ঘূর্ণিঝড়ের পর থেকে সুন্দরবনের কৃষকদের স্বনির্ভর করতে নানান পদক্ষেপ গ্রহণ করছেন। দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী ব্লকের ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লী ও নেতাজি পল্লীর কৃষকদের নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। পাশাপাশি উন্নত মানের বীজ ও প্রশিক্ষণের ব্যবস্থা করছেন এই সংস্থা। সুন্দরবনের চাষের প্রতি আগ্রহ বাড়াতে কৃষকদের নানান সুবিধা ও চাষের কাজে লাভবান হবার পরামর্শ দিচ্ছেন । ইফকো টোকিও সংস্থা আগামী দিনে সুন্দরবনের প্রতিটি কৃষকের কাছে পৌঁছাতে চায়।
0 Comments
Welcome